For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

আইওএস অপারেটিং সিস্টেমে যুক্ত হচ্ছে নয়া প্রযুক্তি

05:42 PM Jan 21, 2024 IST | Srijita Mallick
আইওএস অপারেটিং সিস্টেমে যুক্ত হচ্ছে নয়া প্রযুক্তি
courtesy: google
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ এবার আইফোনে যুক্ত হচ্ছে আইওএস অপারেটিং সিস্টেম। আর তাতেই সুবিধা পেতে চলেছে আইফোন ব্যবহারকারীরা। এই সিস্টেমের ফলে আইফোন চুরি হলেও  সুরক্ষিত থাকবে তথ্য। ‘আইওএস ১৭.৩’ এবার যুক্ত হবে অ্যাপেলে। গত ১৮ অগাস্ট ‘আইওএস ১৭.৩’ সংস্করণ বাজারে মুক্তি পেতে চলেছে। জেনে নেওয়া যাক ‘আইওএস ১৭.৩’ সিস্টেমের থাকছে বেশ কিছু সুবিধা। জেনে নেওয়া যাক বিস্তারিত–

Advertisement

১) তথ্য সুরক্ষিত-   ‘আইওএস ১৭.৩’ সিস্টেম যুক্ত হওয়ায় আইফোনে সুরক্ষিত থাকবে সমস্ত তথ্য। শুধু তাই নয় যদি আপনার আইফোন চুরি হয়ে যায় , তাহলে সেটা কোথায় আছে তা সহজেই শনাক্ত করা যাবে। এছাড়াও এই সিস্টেম থাকছে ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’। এরফলে ব্যবহারকারী চুরি হয়ে যাওয়ার পরেও ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

Advertisement

২) নতুন মিউজিকের সুবিধা- এই ‘আইওএস ১৭.৩’ সিস্টেমের মাধ্যমে আপনার পচ্ছন্দের প্লে লিস্ট  শোনার জন্য অন্যদের আমন্ত্রণ জানান যাবে। শুধু তাই নয় আপনার পচ্ছন্দ করা ব্যক্তিরা ওই প্লে লিস্ট মুছে দিতে বা নতুন গান যুক্ত করতে পারবে।

৩) লাইভ ভয়েস মেইল- কেউ ভয়েস মেইল পাঠালে সেটিকে লিখিতভাবে আকারে আপনি পড়তে পারবেন। শুধু তাই নয় এই ভয়েস মেলের লিখিত রূপটি আপনি চাইলে গোপনও রাখতে পারবেন ।

৪) ওয়ালপেপার সেটিং-  ‘আইওএস ১৭.৩’ সিস্টেমে সহজেই ইউনিক ওয়ালপেপার ব্যবহার করা যাবে। আর তাতেই খুশী হবে ব্যবহারকারীরা ।  

Advertisement
Tags :
Advertisement