For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বাংলার ৯৬টি বেসরকারি B.ED কলেজের অনুমোদন বাতিল, সঙ্কটে ২০ হাজার পড়ুয়া

রাজ্যের ৯৬টি বেসরকারি B.ED কলেজের অনুমোদন বাতিল করে দিল Baba Saheb Ambedkar Education University। সঙ্কটে পড়ুয়া থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
10:39 AM Feb 21, 2024 IST | Koushik Dey Sarkar
বাংলার ৯৬টি বেসরকারি b ed কলেজের অনুমোদন বাতিল  সঙ্কটে ২০ হাজার পড়ুয়া
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা বড়সড় ধাক্কা নেমে এসেছে। রাজ্যের ৯৬টি বেসরকারি B.ED কলেজের(Private B.ED College) অনুমোদন বাতিল করে দিয়েছে Baba Saheb Ambedkar Education University। এর জেরে প্রায় ২০ হাজার পড়ুয়া(Students) এবং ৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর(Teachers and College Workers) ভবিষ্যৎ চূড়ান্ত অনিশ্চিত হয়ে পড়েছে। তবে ওই ৯৬টি কলেজের বাইরে ১৪টি কলেজকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম থেকেই Baba Saheb Ambedkar Education University কর্তৃপক্ষ দাবি করে আসছিল, ২৫৩টি কলেজকে বিভিন্ন খামতির কারণে তারা অনুমোদন দিতে পারেনি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা এবং আন্দোলন পাশাপাশি চালিয়ে যাচ্ছিল কলেজ মালিক সংগঠন। মামলার জেরে কিছু কলেজকে ধাপে ধাপে অনুমোদন দেওয়া শুরু হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, শিক্ষক সংখ্যা, তাঁদের দেয় বেতনের হিসেব এবং অন্যান্য পরিকাঠামোর হিসেব দিয়ে আবেদন জানালে শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হবে

Advertisement

গতকাল অর্থাৎ মঙ্গলবার Baba Saheb Ambedkar Education University কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের ৯৬টি বেসরকারি B.ED কলেজের অনুমোদন বাতিল করে দিয়েছে। এর জেরে বেশ কিছু প্রশ্নও উঠছে। প্রশ্ন উঠছে, যে সব কারণ দেখিয়ে এই কলেজগুলির অনুমোদন বাতিল করা হয়েছে তার মধ্যে কোন শর্তগুলি রাতারাতি পূরণ করতে পেরেছে অনুমোদন পাওয়া ১৪টি কলেজ? রাতারাতি তাঁরা এমন কী পরিকাঠামো বৃদ্ধি করে ফেলল যার ভিত্তিতে তাঁরা অনুমোদন পেয়ে গেল? একধাক্কায় ৯৬টি কলেজের অনুমোদন বাতিল করে দিয়ে ২০ হাজার পড়য়া এবং ৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ অনিশ্চিয়তার দিকে ঠেলে দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন বিশ্বজয় করে ফেললো? সব থেকে বড় কথা যে ১৪টি কলেজ অনুমোদন পেয়েছে তাঁরা কিন্তু এবছর আর ছাত্রছাত্রী ভর্তি করতে পারছে না। কারণ, ছাত্র ভর্তির মেয়াদ মাস পাঁচেক আগেই শেষ হয়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের দাবি, এ বিষয়ে আগেভাগেই সিদ্ধান্ত নেওয়া গেলে ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষাকর্মীদের অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়তে হতো না। যদিও কলেজ মালিক সংগঠনের আশা কলকাতা হাইকোর্টের মাধ্যমে আগামী দিনে এই ৯৬টি কলেজের অনুমোদন মিলবে।

Advertisement

Advertisement
Tags :
Advertisement