OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ইকুয়েডরের বিরুদ্ধে জিততে আত্মবিশ্বাসী মেসিরা, কিন্তু কেন?

01:05 PM Jul 04, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ভারতীয় সময় ভোর সাড়ে ৬টা নাগাদ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা। এখনও পর্যন্ত কোপা আমেরিকায় আর্জেন্টিনাদের বিরুদ্ধে জিততে পারেনি ইকুয়েডর। ফলে শুক্রবার খেলতে নামার আগে মেসিরা যে অ্যাডভান্টেজ পজিশনে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোপা আমেরিকায় ১৬ বার মুখোমুখি হয়েছে দুটি দল। এরমধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে ১১টি ম্যাচে। ড্র হয়েছে ৫টি ম্যাচ। ১৯৪১ সালে প্রথমবার ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নামে অর্জেন্টিনা। সেবার ৬-১ গোলে জয় পেয়েছিল তারা। শেষবার ইকুয়েডরের বিরুদ্ধে কোপায় মেসিরা খেলেছিল ২০২১ সালে। সেবার ৩-০ গোলের ব্যবধানে জেতে আলবিসেলেস্তারা। এখন দেখার, শুক্রবারের কোয়ার্টার ম্যাচে মেসিরা সেই জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা, এখন সেটাই দেখার।

জানা যাচ্ছে, সবরকম প্রতিযোগিতা মিলিয়ে ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্টিনা ৪০টি ম্যাচ খেলে। এই ৪০টি ম্যাচের মধ্যে ২৪টিতে জয় পেয়েছে মেসিরা। অন্যদিকে হেরেছে ৫টি ম্যাচে। বাকি ম্যাচগুলি ড্র হয়েছে। ২০১৫ সালে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরকে হারিয়েছিল আর্জেন্টিনা। সেবার খেলেননি লিওনেল মেসি। মেসিহীন সেই ম্যাচে ২-০ গোলে হারতে হয়েছিল আর্জেন্টাইনদের। তবে এবারে মেসিহীন আর্জেন্টিনা পেরুর বিরুদ্ধে খেলতে নেমে জয় পেয়েছে। সেদিক থেকে শুক্রবারের ম্যাচে আর্জেন্টাইনরা যে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে নামবে, তা বলার অপেক্ষা রাখে না।

Tags :
ArgentinaCopa America 2024EcuadorMessi
Next Article