OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

দিল্লি থেকেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু আপের

11:09 AM Mar 08, 2024 IST | Srijita Mallick

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। তাঁর আগেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। শুক্রবার থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে আম আদমি পার্টি। এদিন দুপুরে ডিডিইউ মার্গে দলের সদর দফতর থেকে আপের অন্যান্য নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রচার শুরু হবে বলে জানা গিয়েছে।

চলতি বছর  লোকসভা নির্বাচনে দিল্লি, গুজরাট ও হরিয়ানায় কংগ্রেসের সঙ্গে   আসন সমঝোতা করেছে আপ। পঞ্জাবে দু'দলই লোকসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। তবে দিল্লিতে সাতটি আসনের মধ্যে কংগ্রেস লড়বে ৩ টি আসনে। অন্যদিকে আম আদমি পার্টি লড়বে ৪ টি আসনে। ইতিমধ্যেই আপ দিল্লির পাশাপাশি গুয়াহাটি, ডিব্রুগড় এবং শোণিতপুর লোকসভা কেন্দ্র থেকেও প্রার্থী ঘোষণা করেছে। তাই নির্বাচনের আগেই জোর কদমে প্রস্তুতি নিতে চলেছে আম আদমি পার্টি। এদিন দিল্লি থেকেই শুরু হবে আম আদমি পার্টির নির্বাচনের প্রচার।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লি থেকে  ভারতীয় জনতা পার্টি সাতটি আসনই জিতেছিল। কংগ্রেস ২২ শতাংশের বেশি ভোট পেয়ে রানার্স আপ হয়েছিল। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আম আদমি পার্টি।তবে তারপর থেকে দিল্লি ও পঞ্জাবে ভাল ফল করেছে আম আদমি পার্টি। দিল্লি বিধানসভা নির্বাচন এবং পৌর নির্বাচনে আপ বিজেপি এবং কংগ্রেসকে পরাজিত করেছে । পঞ্জাবে কংগ্রেস সরকারকেও ক্ষমতাচ্যুত করে আম আদমি পার্টি। এই আবহেই কংগ্রেসকে দিল্লি থেকে তিনটি আসন দিয়েছে আপ। 

Tags :
AAPArvind kejriwaldelhiLok SabhaLok Sabha campaign
Next Article