For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

জল সঙ্কট রুখতে এবার পুলিশ কমিশনারকে চিঠি অতিশীর

11:52 AM Jun 16, 2024 IST | Srijita Mallick
জল সঙ্কট রুখতে এবার পুলিশ কমিশনারকে চিঠি অতিশীর
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র গরমের মাঝে দিল্লিতে জল সঙ্কট। আর তাতে কার্যত নাজেহাল অবস্থা আমজনতার। এই পরিস্থিতিতে এবার জলকষ্ট যাতে না হয় সেইজন্য দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে চিঠি লিখলেন আপ মন্ত্রী অতিশী । সেখানে তিনি বলেছেন, আগামী ১৫ দিনের জন্য দিল্লির প্রধান পাইপলাইনগুলিতে যাতে পুলিশি টহল দেওয়া হয়।   

Advertisement

আপ মন্ত্রী জানিয়েছেন,’ শনিবার গ্রাউন্ড পেট্রোলিং টিম আমাদের দক্ষিণ দিল্লি রাইজিং মেইনসে একটি পাইপলাইনে  বড় লিকেজের খবর দিয়েছে। সোনিয়া বিহার পশ্চিম সীমান্ত থেকে দক্ষিণ দিল্লি পর্যন্ত এই পাইপ লাইন থেকে জল সরবারহ হয়। তাই দিল্লির প্রধান পাইপলাইন গুলিতে যাতে লিকেজের সমস্যা না হয় সেইজন্য পুলিশ কর্মীদের মোতায়েনের জন্য আবেদন জানান হয়েছে।‘

Advertisement

উল্লেখ্য, বর্তমানে গরমে নাজেহাল রাজধানীবাসী। গরমের কারণে রাজধানীর বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে তীব্র জল সঙ্কট। কোথাও-কোথাও টিউবওয়েল বিকল হয়ে পড়েছে। জল মিলছে না। কোথাও আবার ট্যাপ কলে সরু সুতোর মতো করে পড়ছে জল। এক বালতি জলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসিন্দাদের। বিভিন্ন জায়গায় ট্যাঙ্ক পাঠিয়ে জলের জোগান দেওয়া হচ্ছে বটে, যদিও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। জল নিয়ে নিজেদের মধ্যে বচসা-মারামারিতেও জড়িয়ে পড়ছেন বাসিন্দারা। তাই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য  শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেজরিওয়ালের প্রশাসন। তবে কবে কমবে  জলকষ্ট সেইদিকে তাকিয়ে রয়েছে দিল্লি বাসী।

Advertisement
Tags :
Advertisement