OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ঘুমন্ত অবস্থায় পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, মৃত ২, চাঞ্চল্য বোলপুরে

মৃতদের পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে, পরিকল্পিত ভাবে খুনের উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
10:27 AM Jul 05, 2024 IST | Koushik Dey Sarkar

নিজস্ব প্রতিনিধি: ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিন সদস্যকে পুড়িয়ে মারার চেষ্টা। মারাও গেলেন ২জন। আর একজন মৃত্যুর সঙ্গে কার্যত পাঞ্জা কষছেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূম(Birbhum) জেলার বোলপুর(Bolpur) মহকুমার শ্রীনিকেতন ব্লকের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের(Raipur Supur GP) নতুন গীত গ্রামে। মধ্যরাতের এই হাড়হিম ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে বোলপুরের রায়পুরে। কেননা অভিযোগ উঠেছে, মধ্য রাতে কেউ বা কারা বাড়ির বাইরে থেকে কেরোসিন ছড়িয়ে আগুন(Fire) লাগিয়ে দিয়েছে। পোড়া বাড়ির বাইরেও এদিন সকালে কেরোসিনের গন্ধ পেয়েছেন বাসিন্দারা। মৃতদের পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে, পরিকল্পিত ভাবে খুনের(Attempt to Murder) উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে।  

জানা গিয়েছে, নতুন গীত গ্রামের বাসিন্দা আব্দুল আলিম ও তাঁর স্ত্রী কেরিমা বিবি তাঁদের দুই ছেলে শেখ রাখ ও আয়ান শেখ(৩) কে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়ার পর ঘুমিয়ে পড়েন। দম্পতির সঙ্গে ছিল তাঁদের ছোট ছেলে আয়ান। বড় ছেলে শেখ রাখ ছিল পাশের ঘরে। আগুন লাগার পরে দম্পতির আর্তনাদে সে ঘরের বাইরে এসে দেখে দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা। তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আগে আয়ান মারা যায়। তারপরে মারা যান কেরিমা বিবি(৩৭)। আব্দুল আলিম এখন কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এদিন সকাল থেকেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন এই কাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টা খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ। তাঁদের ধারনা শর্টসার্কিট থেকেই ঘরে আগুন লেগেছে। তবে স্থানীয় একাংশের অভিযোগ, বাড়িতে আগুন লাগানো হয়। জখম আলিমের ভাই উজির শেখ জানিয়েছেন, ‘আমরা ছুটে গিয়ে দেখি বাড়িতে আগুন লেগে গেছে। কেউ কেউ বলছেন, শর্ট শার্কিট থেকে আগুন লেগেছে। কিন্তু বাড়ির বাইরে পেট্রোলের গন্ধ পেয়েছি। মশালের মতো কিছু একটা বাইরে পুড়ে গিয়েছে। এখনও কিছু বুঝতে পারছিনা। এমনিতে তো কারোর সঙ্গে শত্রুতা ছিল বলে তো মনে হয় না।’ যদিও পুলিসের দাবি, এখনও কীভাবে আগুন লাগলো তা স্পষ্ট হয়নি। পুলিস ঘটনাস্থলে আছে। শর্ট শার্কিট থেকে আগুন লেগেছিল কিনা তা জানতে বিশেষজ্ঞদেরও ডাকা হয়েছে।  

Tags :
Attempt to murderBirbhumBolpurFireRaipur Supur GP
Next Article