OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘মুখ খুললে পালাবার পথ পাবে না’, বিধানসভায় বাবুল বাণে বিদ্ধ বিজেপি

রাজ্য বিধানসভা চত্বরে গেরুয়া ব্রিগেডকে নিশানা বানালেন পদ্ম থেকে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়। বিজেপি বিধায়কদের পাশাপাশি নিশানা বানালেন দিলীপকেও।
02:40 PM Nov 28, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক অশান্ত রাজ্য বিধানসভা(West Bengal State Assembly) চত্বর। তুঙ্গে শোরগোল। কালো পোশাক পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন বিজেপির বিধায়কেরা(BJP MLA's)। সঙ্গে চলছে তৃণমূল(TMC) বিরোধী শ্লোগান। গেরুয়া শিবিরের এই হট্টগোলের মাঝেই মুখ খুললেন পদ্ম থেকে জোড়াফুলে আসা বাবুল সুপ্রিয়(Babul Supriya)। রাজ্যের এই মন্ত্রী এদিন বিজেপি বিধায়কদের সামনে তাঁদের উদ্দেশ্য করেই বলে দেন, ‘চোরের মায়ের বড় গলা। এখানে দাঁড়িয়ে যারা চোর চোর করে চিল্লাচ্ছে, তাঁরা প্রতি স্কোয়ার ফিট কত টাকা করে নেয় সব জানি। আমি যদি একবার মুখ খুলি, পালিয়ে বাঁচবে না। কিন্তু আমি শুধু মুখ খুলছি না এই কারণে যে আমি বিশ্বাস করি এক ড্রেসিংরুমে থাকলে নোংরা লিনেন বাইরে ধোওয়া উচিত নয়। এদের এমন অনেক কিছু আমি জানি যে মুখ খুললে পালাবার পথ পাবে না।’  

এখানেই শেষ নয়, বাবুল এদিন বিধানসভা চত্বরে দাঁড়িয়েই বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে(Dilip Ghosh) উদ্দেশ্য করেও তীব্র কটাক্ষ হানেন। বলেন, ‘আসানসোলে দিলীপবাবু তো একের পর এক কয়লা মাফিয়াকে সাইন করাচ্ছিলেন। আমি একমাত্র এর প্রতিবাদ করি। এই যে দিলীপ ঘোষ রোজ সকালে হাঁটতে গিয়ে বড় বড় কথা বলেন, এক বছর ধরে কোন ব্যবসায়ীর বাড়িতে ছিলেন উনি? কে তাঁকে ওই বিশাল বাড়িটায় থাকতে দিয়েছিল? উনি যে হাতে ঘড়িটা পরেন, কোথা থেকে পেলেন ঘড়িটা? ওই ঘড়িটা পরার মতো ক্ষমতা রয়েছে ওঁর? সোনার ইয়ে করা...কোথা থেকে এসব আসে?’ যদিও বাবুলের কটাক্ষের পাল্টা কোনও বিজেপি বিধায়ককে মুখ খুলতে দেখা যায়নি। তাঁরা প্ল্যাকার্ড দেখিয়ে লাগাতার স্লোগানিং করতে থাকেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বারণ করা সত্ত্বেও তাঁরা কথা শোনেননি।

Tags :
Babul SupriyaBJP MLA'sDilip ghoshTmcWest Bengal State Assembly
Next Article