OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বাদুড়িয়াতে বাড়ির খোঁড়া গর্তে পড়ে অকাল মৃত্যু ৬ বছরের কোয়েলের

09:51 PM Dec 08, 2023 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: ঢাকা না থাকার ফলেই কি গর্তে পড়ে মৃত্যু হল শিশুর? বাদুড়িয়ায় শিশু মৃত্যুর ঘটনায় উঠলো একাধিক প্রশ্ন ।নির্মীয়মান বাড়ির কাজের জন্য প্রয়োজনীয় মাটির জন্য খোঁড়া হয়েছিল গর্ত। আর সেই গর্তই কাল হল বাদুড়িয়ার ছয় বছরের শিশু কোয়েলের কাছে। বসিরহাটের বাদুড়িয়া থানার(Baduria P.S.) চাতরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাতরা গ্রামের বাসিন্দা পরিতোষ সরকার ও মীরা সরকারের ছোট মেয়ে বছর ছয়ের কোয়েল সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের শৌচালয়ে শৌচকর্ম সেরে যখন ঘরের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় বাড়ির উঠোনের পাশে থাকা একটি গর্তে পা পিছলে পড়ে যায় সে।

কিছুক্ষণ পর মেয়ের সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় মায়ের। খোঁজাখুঁজি করতেই দেখা যায় বাড়ির পাশে একটি গর্তে পড়ে রয়েছে কোয়েল(Koyel)। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উত্তর ২৪ পরগণার বাওগাছি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকরি তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে ভাড়া থাকতো এই সরকার পরিবার সেই বাড়ির মালিক অচ‍্যুৎ সর্দার বাড়ি তৈরি করছিলেন। সেই বাড়ির ভিত তৈরি করতে প্রয়োজন হয় মাটির এবং সেই মাটি চাহিদা মেটাতেই বাড়ির পিছনে তৈরী করা হয় একটি গর্ত। বৃহস্পতিবার ভরদিন বৃষ্টি হওয়ায় এমনিতেই মাটির উঠান ছিল পিচ্ছিল।

ফলে সেই পিচ্ছিল মাটিতে হেঁটে ফেরার সময় পিছলে সেই গর্তে পড়ে ওই শিশু। এমনটাই দাবি স্থানীয়দের। প্রশ্ন উঠছে যদি গর্ত খোঁড়া হয়ে থাকে তাহলে কেন সেটি ঢাকা ছিল না? কেন নিরাপত্তার দিকটি মাথায় রাখেননি বাড়ির মালিক? ইতিমধ্যে এরকম ধরনের ঘটনায় বেশ কিছু বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে বেশকিছু শিশুর মৃত্যু হয়েছিল। এই ঘটনা আরও একবার সেই অসতর্কতার ছবি ফুটিয়ে তুললো। এরপরেও কি হুশ ফিরবেনা আমজনতা র প্রশ্নের উত্তর চায় অকালে হারিয়ে যাওয়া কোয়েলরা।

Tags :
Baduria 6 Years Old Koyel DeathBaduria Death
Next Article