OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

খুবই সংকটাপন্ন বালু, ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন হাসপাতালে

লক্ষণীয় ভাবে যখন বালুর জ্ঞান থাকছে তখন কিন্তু তিনি সেভাবে কারোর সঙ্গে খুব একটা কথা বলছেন না। নিজের মনেই বিড় বিড় করে যাচ্ছেন।
10:58 AM Dec 03, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: হাসপাতাতে চিকিৎসকদের নজরদারিতে থাকলেও ভালো নেই বালু। মানে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallik)। SSKM Hospital সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক(Critical Situation)। তাঁকে ICCU থেকে বের করে নিয়ে আসা হলেও তিনি এখন চিকিৎসকদের নজরদারিতে Cardiology বিভাগের কেবিনে রয়েছেন। সেখানেই নাকি তিনি ঘন ঘন জ্ঞান হারিয়ে ফেলছেন। এমনকি জ্ঞান থাকাকালীন সময়ে তিনি বেশ জোরে জোরেই বলে উঠছেন ‘ঠাকুর আমায় রক্ষা করো। ঠাকুর আমার কোনও দোষ নিও না। ঠাকুর আমায় ভালো করো।’ চিকিৎসকদের নজরদারিতে থাকায় দ্রুত তাঁর জ্ঞান ফেরানো হচ্ছে ঠিকই, কিন্তু তাঁকে ঘিরে এখন ক্রমশ উদ্বেগ ছড়িয়ে পড়ছে চিকিৎসক মহলে। উদ্বেগ বেড়েছে তাঁর চিকিৎসার জন্য SSKM Hospital-এ গঠিত Medical Board’র। যদিও হাসপাতালে কর্মরত অনেকের দাবি, তিনি কার্যত নাটক করছেন।

বালু দীর্ঘদিন ধরে ডায়বেটিকের রোগী। তাই নিত্যদিন তাঁকে সুগার নিয়ন্ত্রণের জন্য Insulin সহ ৩-৪ রকমের বেশ কড়া ডোজের ওষুধ খেতে হয়। এ ছাড়াও কিডনি ও স্নায়ুর সমস্যার জন্য নিয়ম করে আরও কিছু ওষুধ খেতে হয়। সম্ভবত মানসিক টেনশনের জন্য তিনি এখন আর ওই সব ওষুধের ধকল সহ্য করতে পারছেন না। তার জেরেই তাঁর শরীরের রক্তে দ্রুত শর্করার হার কমে যাচ্ছে। সেই হার কমে যাওয়ার জন্যই সম্ভবত বার বার জ্ঞান হারাচ্ছেন বালু। অন্তত এমনটাই অভিমত বালুর চিকিৎসার জন্য গঠিত Medical Board’র চিকিৎসকদের। তবে তাঁরা এটাও জানিয়েছেন যে, রাজ্যের মন্ত্রীর হার্ট বা ফুসফুসের কোনও সমস্যা নেই। লক্ষণীয় ভাবে যখন বালুর জ্ঞান থাকছে তখন কিন্তু তিনি সেভাবে কারোর সঙ্গে খুব একটা কথা বলছেন না। কিন্তু নিজের মধ্যেই থাকছেন, নিজের মনেই বিড় বিড় করে যাচ্ছেন। হাসপাতালের দেওয়া খাবারও যে খুব একটা খাচ্চেন এমনও নয়।

Tags :
Critical SituationICCUJyotipriya Mallik.Medical Board.SSKM Hospital.
Next Article