OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনা

09:50 AM Mar 13, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: ইতালি চ্যাম্পিয়ন নাপোলিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল বার্সেলোনা। খেলার ফল ৩-১। প্রথম লেগে দুই দলের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে থাকার সুবাদে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র জোগাড় করে নিলেন রবার্ট লেভানডফস্কিরা।

প্রথম লেগ অমীমাংসিতভাবে শেষ হওয়ার পরে মঙ্গলবার রাতে ইউরোপের দুই সেরা ক্লাব তাকিয়েছিল দলের দুই সেরা স্ট্রাইকারের দিকে। বার্সার হয়ে গোল পেয়েছেন লেভানডফস্কি। কিন্তু নাপোলির ভিক্টর ওসিমেন জ্বলে উঠতে পারেননি। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল জাভি হার্নান্ডেজের শিষ্যরা। একের পর এক আক্রমণ তুলে নিয়ে গিয়ে নাপোলির বক্সে হানা দেন লেভানডফস্কি-ফারমিন লোপেজরা। তার ফলও মেলে। ম্যাচের ১৫ মিনিটেই নাপোলির জালে বল জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন লোপেজ। ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগে ফের গোল হজম করতে হয় ইতালির ক্লাবটিকে। ১৭ মিনিটের মাথায় ফের নাপোলির জালে বল জড়ান কানসিলো। দুই গোল করার পরে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগতে শুরু করেন বার্সার খেলোয়াড়রা। আচমকাই খেই হারিয়ে ফেলেন লোপেজরা। ম্যাচে ফিরতে থাকে নাপোলি। শেষ পর্যন্ত ৩০ মিনিটে বার্সার জালে বল গলিয়ে ব্যবধান কমান আমির রাহমানি। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে মাঠ ছাড়ে বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় দুই দল। নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনের উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়া নাপোলির খেলোয়াড়রা একের পর এক ভুল করতে থাকেন। বার্সার রক্ষণ ভাগের খেলোয়াড়রা কৌশল করে অফসাইডের ফাঁদে ফেলে দেন ওসিমেনকে। তবে আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল খেলা। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে সার্জি রবার্তোর পাস নাপোলির জালে পাঠান ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কি। ৩-১ গোলে পিছিয়ে পড়ার পরে আর ম্যাচে ফিরতে পারেনি নাপোলি।

Tags :
FC BarcelonaNAPOLIUEFA Champions League
Next Article