For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ব্যারাকপুরে অপরাধ রুখতে সমস্ত থানায় 'সাইবার বন্ধু' প্রকল্পের সূচনা

09:10 PM Feb 24, 2024 IST | Subrata Roy
ব্যারাকপুরে অপরাধ রুখতে সমস্ত থানায়  সাইবার বন্ধু  প্রকল্পের সূচনা
Advertisement

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল ইন্ডিয়ার যুগে প্রতিদিনই বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন বহু সাধারণ মানুষ। কেউ বা প্রতারিত হচ্ছেন ব্যাংকে, কেউ আবার মোবাইল ফোন অথবা অনলাইন সামাজিক মাধ্যমে। এই ধরনের অপরাধমূলক কাজের দ্রুত সমস্যার সমাধানের জন্যই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে, কমিশনারেট অঞ্চলের সমস্ত থানায় 'সাইবার বন্ধু' (Cyber Bandhu)প্রকল্পের সূচনা করছে।

Advertisement

শনিবার ঘোলা থানায়(Ghola P.S.) সাইবার বন্ধু প্রকল্পের সূচনা করলেন ব্যারাকপুরের কমিশনার অলোক রাজুরিয়া। এছাড়াও এদিন এই অনুষ্ঠানে ছিলেন ডিসি সেন্ট্রাল,এসিপি ব্যারাকপুর,ঘোলা থানার আরক্ষক কৌশিক দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক।উদ্বোধন পর্ব শেষে নগর পাল অলোক রাজুরিয়া বলেন, যেভাবে সাইবার ক্রাইম(Cyber Crime) এর মাধ্যমে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে সে কারণেই ব্যারাকপুর পুলিশ কমিশনা রেট অঞ্চলের সমস্ত থানাতেই সাইবার বন্ধু মধ্যে দিয়ে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান করার জন্যই এই উদ্যোগ। অন্যদিকে,ফের লোকালয়ে ঢুকে পড়ল হাতি ।

Advertisement

শনিবার সাত সকালে রাজগঞ্জ ব্লকের(Rajganj Block) বৈকন্ঠপুর জঙ্গল ছেড়ে আমবাড়ি বাইপাসের রাস্তা ধরে এনজেপি,ভোলা মোড় সহ বিভিন্ন এলাকায় হাতিটিকে দেখা যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।বনদপ্তর সুত্রে জানা গেছে এই মুহূর্তে হাতিটি এনজেপি সংলগ্ন টিপার্ক এবং পুলিশের ফোর্থ ব্যাটালিয়ন দপ্তরের মাঝে একটি জঙ্গলে রয়েছে। তাঁকে সন্ধ্যা পর্যন্ত এখানেই রাখার চেষ্টা করছেন বনকর্মীরা। যাতে না চলে আসতে পারে। রাতে অন্যত্র ফেরানোর ব্যবস্থা করা হবে।

Advertisement
Tags :
Advertisement