For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ফ্রিজে রাখা পচা দই দোকানদারকে খাওয়ালেন বিডিও

08:15 PM Dec 07, 2023 IST | Sundeep
ফ্রিজে রাখা পচা দই দোকানদারকে খাওয়ালেন বিডিও
Advertisement

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দীর্ঘদিন ধরেই দোকানের ফ্রিজে পচা দই রেখে দিয়েছিলেন দোকানি। মওকায় ছিলেন কোনও দোকানদারকে গচিয়ে দেবেন। কিন্তু সব পরিকল্পনা কেঁচে গণ্ডুষ হয়ে গেল। বৃহস্পতিবার আচমকা হানা দিলেন বিডিও প্রশান্ত বর্মন। ফ্রিজ খুলতেই তাঁর চোখে পড়ে থরে থরে সাজানো দইয়ের ভাঁড়। আর তার উপরের অংশে ছত্রাক জমে গিয়েছে। এর পরেই ওই পচা দই দোকানিকেই খেতে বাধ্য করলেন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বাজারে। আর বিডিও’র ওই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা।

Advertisement

সম্প্রতি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ঘোষণা করেছিলেন, ব্লকের বিভিন্ন সরকারি দফতর ও বেসরকারি প্রতিষ্ঠানে আচমকা অভিযান চালাবেন। সেই মতো এদিন সকালে নিজের নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিয়ে বেলাকোবা বাজারে হানা দেয়ন। খতিয়ে দেখেন বিভিন্ন হোটেল, মিষ্টির দোকান ও অন্যান্য খাবারের দোকানে থাকা খাবারের গুণগত মান। মিষ্টির দোকানের ফ্রিজ খুলে দেখেন রাখা রয়েছে দীর্ঘদিনের দই। তাতে ছত্রাক জমেছে। দোকান মালিকে ধমক দেওয়ার পাশাপাশি সেই ছত্রাক পরা দই খাওয়ালেন। একটি হোটেলে হানা দিয়ে বাসি ও পচা খাবার ফ্রিজ থেকে বের করে বাইরে ফেলে দেন বিডিও৷ দোকান মালিকদের সতর্ক করে তিনি বলেন, আমি আবার আসব। সেই সময় যদি এই ধরনের খাবার পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

বাজারের বিভিন্ন দোকানে হানা দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের গিয়ে মিড ডে মিলের খাবারের গুণগত মান খতিয়ে দেখার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সঙ্গেও কথা বলেন রাজগঞ্জের বিডিও। আর প্রশাসনিক আধিকারিককে রাস্তায় নামতে দেখে খুশি স্থানীয বাসিন্দারা।

Advertisement
Tags :
Advertisement