OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

শাহ আসার আগেই বঙ্গ বিজেপির মুখ পোড়ালো কেন্দ্রের রিপোর্ট

কেন্দ্র সরকারেরই প্রকাশিত রিপোর্ট বলছে, Mid Day Meal’র ক্ষেত্রে রিপোর্ট দেওয়ার ভিত্তিতে দেশের যে রাজ্যগুলো এগিয়ে, তাদের অন্যতম বাংলা।
09:36 AM Nov 28, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির(Bengal BJP) মিথ্যাচারকে সামনে এনে দিল খোদ কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। বাংলার বুকে বিজেপির নেতারা যে সব দাবি করছেন সেই সব দাবি যে কতটা মিথ্যা ও মনগড়া কার্যত সেটাই এবার ফাঁস হয়ে গেল। বাংলার সরকারি স্কুলগুলিতে Mid Day Meal প্রকল্পে নাকি ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। এমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari)। তাঁর আরও দাবি, এটা নিয়ে নাকি CBI তদন্ত হবে। শুভেন্দুর সুরে সুর মিলিয়ে Mid Day Meal নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারও। অথচ সম্প্রতি কেন্দ্রের বিজেপি সরকারেরই প্রকাশিত একটি রিপোর্ট বলছে, Mid Day Meal বা PM Poshan Yojana’র ক্ষেত্রে কেন্দ্রের কাছে রিপোর্ট দেওয়ার ভিত্তিতে দেশের যে রাজ্যগুলো এগিয়ে, তাদের অন্যতম পশ্চিমবঙ্গ(West Bengal)। 

কিছু দিন আগেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব প্রাচী পান্ডে দেশের রাজ্যগুলিকে রীতিমতো সতর্ক করে কড়া ভাষায় একটি নির্দেশিকা জারি করেছিলেন। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, Mid Day Meal’র দুর্নীতি আটকাতে নানা রকমের নজরদারি রয়েছে। রাজ্যগুলোকে দৈনিক, মাসিক ও বাৎসরিক রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠাতে হয়। একেবারে স্কুলস্তর থেকে সেই তথ্য সংগ্রহ করে তৈরি করা হয় রিপোর্ট। আবার স্কুলে প্রতিদিন ক'জনকে Mid Day Meal দেওয়া হলো, তার হিসেব প্রধানশিক্ষকদের দুপুর ১২টার মধ্যে বিকাশ ভবনে SMS করে পাঠাতে হয়। সেই হিসেবও পৌঁছয় কেন্দ্রের কাছে। কিন্তু কেন্দ্রেরই আক্ষেপ, বেশ কয়েকটি রাজ্য সেই হিসেব পাঠাতে গড়িমসি করছে। ওই সব রাজ্যকে অবিলম্বে ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করার নির্দেশ দিয়েই নির্দেশিকা জারি করেছিলেন প্রাচী পান্ডে।

এখন দেখা যাচ্ছে, যে সব রাজ্য এই রিপোর্ট ঠিকঠাক ভাবে নিয়মিত দিয়ে চলেছে, তাঁদের মধ্যে প্রথম দিকেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ শাসিত মণিপুর, অরুণাচল প্রদেশ, আপ শাসিত দিল্লি, কংগ্রেস শাসিত রাজস্থান এবং কেন্দ্র শাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং জম্মু ও কাশ্মীর কেন্দ্রের কাছে Mid Day Meal’র রিপোর্ট পেশ করার ক্ষেত্রে বাংলার চেয়ে বেশ পিছিয়ে। ওই সব রাজ্যকে অবিলম্বে ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এমনটা বলতে পারেনি। কেন্দ্রেরই নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গ এই রিপোর্ট পেশের ক্ষেত্রে ৯৯ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করেছে। ফলে,স্বভাবতই বঙ্গ বিজেপির মুখ পুড়ছে এখন। যদিও বঙ্গ-বিজেপির দাবি, রাজ্যের পাঠানো এই রিপোর্টের মধ্যে জল মেশানো রয়েছে।

ঘটনার জেরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ‘কেন্দ্রের রিপোর্ট থেকেই প্রমাণিত, শুভেন্দু অধিকারী ও বিজেপি যা বলছে, তা রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত। রাজ্যে Mid Day Meal’র সুষম বণ্টনে কোনও অসঙ্গতির জায়গা নেই। যারা হিসেব দেয় না, সেই উত্তরপ্রদেশ-সহ রাজ্যগুলোয় কেন্দ্রীয় দল তদারক করতে যায় না। সেখানে কেন তদন্তের কথাও ওঠে না?’ তবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিধানসভার বিরোধী দলনেতা CBI তদন্তের দাবি তোলায় আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের স্কুলগুলোর প্রধানশিক্ষকদের অনেকে। তাঁরা মনে করছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত হলে তাঁরা ‘Soft Target’ হতে পারেন। কেননা স্কুলে Mid Day Meal’র যাবতীয় দায়িত্ব রয়েছে মূলত প্রধানশিক্ষকদের ওপরেই। প্রাথমিকে ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে ৮.১৭ টাকা বরাদ্দ হয় প্রত্যেক পড়ুয়া পিছু Mid Day Meal’র জন্য। এই নামমাত্র বরাদ্দে পেট ভরে খাবার, রান্নার তেল-মশলা-ডাল-আনাজপাতি কেনা সামলানো যায় না। সূত্রের খবর, এই পরিস্থিতিতে বাধ্য হয়েই বহু প্রধানশিক্ষক দৈনিক উপস্থিতির হার বাড়িয়ে দেখান।

Tags :
Bengal BjpCBIMamata BanerjeeMid day mealNarendra modiPM Poshan YojanaSuvendu Adhikariwest bengal
Next Article