For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

'মিস ওয়ার্ল্ড ২০২৪'-এর ফাইনাল কোথায়, কখন থেকে দেখতে পারবেন?

'মিস ওয়ার্ল্ড ২০২৪' আজ সন্ধ্যে ৭:৩০ থেকে Sony LIV-তে অনলাইনে স্ট্রিম হবে। এছাড়াও আপনি অফিসিয়াল মিস ওয়ার্ল্ড ওয়েবসাইট www.missworld.com-এও যেতে পারেন।
02:33 PM Mar 09, 2024 IST | Sushmitaa
 মিস ওয়ার্ল্ড ২০২৪  এর ফাইনাল কোথায়  কখন থেকে দেখতে পারবেন
Advertisement

নিজস্ব প্রতিনিধি: প্রায় ২৮ বছর পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে ৭১ তম 'মিস ওয়ার্ল্ড ২০২৪'। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। তবে নিউ দিল্লিতে শুরু হলেও এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৯ মার্চ শনিবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। এবার প্রায় ১৪০ টিরও বেশি প্রতিযোগি 'মিস ওয়ার্ল্ড ২০২৪'-এ অংশগ্রহণ করেছিল। যার মধ্যে ছিলেন 'ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২'-এর বিজয়ী সিনি শেট্টি। যিনি প্রথম থেকেই ভারতবাসীকে আশার আলো দেখিয়েছিলেন। তবে টপ ২০ তে জায়গা পেলেও দুর্ভাগ্যবশত টপ টেনে জায়গা পাননি। এর আগে ভারতীয় হিসেবে মিস ওয়ার্ল্ড জিতেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া এবং মানুষী চিল্লার। যাই হোক, এবার জানিয়ে রাখি, কখন থেকে এই শো শুরু হবে হবে এবং এই শোয়ের সম্প্রচার কোথায় হবে? অনুষ্ঠানটি ১৪০ টিরও বেশি দেশ এবং অঞ্চলে সম্প্রচারিত হবে। এই ইভেন্টের শেষে বিজয়ীকে মুকুট পরাবেন মিস ওয়ার্ল্ড ২০২৩ পোল্যান্ডের ক্যারোলিনা বিলাভস্কা।

Advertisement

বলিউডের স্বনামধন্য পরিচালক-প্রযোজক করণ জোহর এবং মিস ওয়ার্ল্ড ২০১৩-মেগান ইয়াং তারকা খচিত ইভেন্টটি হোস্ট করবেন। যেখানে গায়িকা নেহা কক্কর এবং তার ভাই টনি কক্করের একটি আকর্ষণীয় পারফরম্যান্স করবেন। শানও গাইবেন। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের মতে, ১২ জন সদস্যের বিচারকদের প্যানেল, পরবর্তী বিশ্বব্যাপী সৌন্দর্যের দূত বাছাই করবেন। যাদের মধ্যে আছেন, চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, ক্রিকেটার হরভজন সিং, সাংবাদিক রজত শর্মা, অভিনেত্রী এবং সমাজকর্মী অমরুতা ফাড়নাভিস, এমডি বেনেট, কোলম্যান অ্যান্ড কোং লিমিটেডের বিনীত জৈন, মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন জুলিয়া মোর্লে, মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া মিস্টার জামিল সাইদি, অভিনেত্রী কৃতি স্যানন, অভিনেত্রী পূজা হেগড়ে এবং তিনজন প্রাক্তন মিস ওয়ার্ল্ড৷

Advertisement

'মিস ওয়ার্ল্ড ২০২৪' কখন এবং কোথায় দেখতে পারবেন?

'মিস ওয়ার্ল্ড ২০২৪' আজ সন্ধ্যে ৭:৩০ থেকে Sony LIV-তে অনলাইনে স্ট্রিম হবে। এছাড়াও আপনি অফিসিয়াল মিস ওয়ার্ল্ড ওয়েবসাইট www.missworld.com-এও যেতে পারেন।

মিস ওয়ার্ল্ড ২০২৪-এর প্রতিযোগীরা

মোট ১২ জন প্রতিযোগী' মিস ওয়ার্ল্ড ২০২৪' প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এ বছর, ১২ প্রতিযোগীর মধ্যে ২৮ জন প্রতিযোগী আফ্রিকান দেশ অ্যাঙ্গোলা, বতসোয়ানা, ক্যামেরুন, কোট ডি'আইভরির প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও এই বছর প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন ২২ বছর বয়সী সিনি শেট্টি, মুম্বাইয়ের বাসিন্দা যিনি কর্ণাটকে মূল রয়েছে৷ তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী এবং চৌদ্দ বছর বয়সে ভরতনাট্যমে তার আরঙ্গেট্রাম সম্পন্ন করেন। তিনি কিংবদন্তি শাস্ত্রীয় নৃত্যশিল্পী রাধাকৃষ্ণান পদ্মিনীর অধীনে ভরতনাট্যম শিখেছেন। তাঁর কথায়, 'আমার প্রতিনিধিত্ব মানে আমার কাছে বিশ্ব। আমি নিজেকে প্রতিনিধিত্ব করছি না আমি ১.৪ বিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করছি এবং এটি একটি বিশাল দায়িত্ব কারণ আপনি ভারতীয় সংস্কৃতি, আমাদের বিভিন্ন ঐতিহ্য, প্রতিটি ব্যক্তির অনুভূতি এবং আবেগের প্রতিনিধিত্ব করছেন।' কিন্তু দুর্ভাগ্যবশত এবারের আসরে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব সিনি শেঠি, শাম্মি ইসলাম নীলা, কেউই টপ টেনে জায়গা পাননি। সূত্রের খবর অনুযায়ী, মিস ওয়ার্ল্ডের ৭১ তম আসরে গ্র্যান্ড ফিনালে বিশ্বের ১০ জন প্রতিযোগী অংশ নেবেন। তারা হলেন- অড্রে ভেনেসা (ইন্দোনেশিয়া), প্রিয়াঙ্কা রানি জোশি (নেপাল), নুরসেনা সে (তুরস্ক), ক্রিস্টিনা পিসকোভা (চেক প্রজাতন্ত্র), সোফিয়া শামিয়া (ইউক্রেন), লেসেগো কম্বো (বতসোয়ানা), হালিমা কোপওয়ে (তানজানিয়া), হানাহ তুমুকোন্ডে (উগান্ডা), লেটিসিয়া ফ্রোটা (ব্রাজিল) ও আচে আব্রাহামস (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো)।

Advertisement
Tags :
Advertisement