For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

এবার বেলুড়ে পুরনো বাড়ির দোতলার মেজে ধসে গিয়ে আহত এক শিশু সহ ৫ জন

10:16 PM Apr 09, 2024 IST | Subrata Roy
এবার বেলুড়ে পুরনো বাড়ির দোতলার মেজে ধসে গিয়ে আহত এক শিশু সহ ৫ জন
Advertisement

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও মধ্যমগ্রাম: এবার হাওড়া জেলার বেলুড়ে ভেঙে পড়লো একটি পুরনো বাড়ির দোতলা ঘরের মেঝে।বেলুড় ভোট বাগানের এইচ কে চ্যাটার্জি লেনে(H.K.Chatterjee Lane) একতলা বাড়ির ছাদ ভেঙ্গে পাঁচ জন গুরুতর আহত। আহতদের মধ্যে শিশুও রয়েছেন । মঙ্গলবার বিকেলে বাড়ির দোতলায় চারজন ছিল। সেই ঘরের মেঝে ভেঙে নিচে পড়ে যায় l একজন মহিলা ছিলেন নিচের ঘরে। মোট পাঁচজন আহত হন।

Advertisement

দীর্ঘদিন ধরে এই বাড়িটি বেহাল অবস্থায় রয়েছে। বাড়ির মালিককে বলেও কোনো রকম সারানোর কাজ হয়নি। মঙ্গলবার ভেঙ্গে পড়ল বাড়ির দোতলা ঘরের মেঝে। অল্পের জন্য রক্ষা পেল পাঁচজন। ঘটনাস্থলে যায় হাওড়া সিটি পুলিশের কর্তারা। বিপদজনক বাড়ি বলে নোটিস ঝুলিয়ে দেয় হাওড়া কর্পোরেশন। পুরো বাড়িটাই বিপদজনক। যখন তখন ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।এদিকেসম্পত্তি গত বিবাদে মৃত্যু ঘিরে উত্তেজনা ,অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ।

Advertisement

উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার(Madhyamgram P.S.) অন্তর্গত রোহোন্ডা চন্ডীগড় পঞ্চায়েতের দিয়ারা এলাকার ঘটনা । সম্পত্তি গত বিবাদে গত ১লা এপ্রিল বিবাদ চরমে পৌঁছায় বাঁশ লাঠি দিয়ে মারধোর করা হয় বছর ৫০ এর ইয়াদ আলী । অভিযোগ মনিরুল আলী ও ইয়ামিন আলী দুজন মিলে মারধোর করে । গুরুত্বর আহত অবস্থায় তাকে বারাসত হাসপাতালে(Barasat Hospital) নিয়ে গেলে চিকিৎসকেরা কোলকাতায় হস্তান্তর করা হয় । ৮ এপ্রিল সন্ধ্যায় ইয়াদ আলীর মৃত্যুর খবর গ্রামে আসতেই উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তদের বাড়ী ভাঙচুর করে ।পলাতক অভিযুক্তরা ,অভিযোগ পুলিশকে জানানো হলেও সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ । বারাসত পুলিশ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার এর নেতৃত্বে ঘটনা স্থলে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এসে দোষীদের গ্রেপ্তার এর আশ্বাস দিলে পরিস্তিতি নিয়ন্ত্রণে আসে । অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব গ্রামবাসীরা । গোটা ঘটনার তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ ।

Advertisement
Tags :
Advertisement