OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

২৪’র ভোটের লক্ষ্যে নির্বাচনী কমিটি গড়ল বঙ্গ বিজেপি

লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে নির্বাচনী কমিটি গড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেখানে সুকান্ত ছাড়াও থাকছেন শুভেন্দু, দিলীপ, রাহুলরাও।
05:01 PM Feb 04, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপিতে(Bengal BJP) গড়া হল নির্বাচনী কমিটি। কমিটিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও(Suvendu Adhikari) থাকছেন। এদিন অর্থাৎ ৪ ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের(General Election 2024) কথা মাথায় রেখে নির্বাচনী কমিটি গড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এদিন সেই কমিটির সদস্যদের নামও ঘোষণা করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে সেই কমিটিতে বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar), রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh), প্রাক্তন সভাপতি রাহুল সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা দলের সাংসদ নিশীথ প্রমাণিক, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা দলের সাংসদ শান্তনু ঠাকুররা থাকছেন। কমিটিতে থাকা বাকিরা হলেন – বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, সাংসদ লকেট চট্ট্যোপাধ্যায়, সাংসদ জ্যোর্তিময় সিং মাহাত, সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রমুখ। 

এছাড়াও কমিটিতে থাকছেন দীপক বর্মন, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধুন্দ, ফাল্গুনি পাত্র, সুনীল বনশল, মঙ্গল পান্ডে, অমিত মালব্য ও আশা লাকরা। শেষের ৪জন অবশ্য বাংলার জন্য বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে আছেন। গেরুয়া শিবিরের দাবি, এই কমিটি গড়ে তোলা হয়েছে দলের সাংসদ-বিধায়ক ও দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে। উল্লেখ্য, বঙ্গ বিজেপির অন্দরে সুকান্ত-শুভেন্দু বিবাদ নতুন কোনও ঘটনা নয়। এর আগে একাধিকবার দুইজনকে প্রকাশ্যেই একে অপরকে এড়িয়ে চলতে যেমন দেখা গিয়েছে তেমনি একই বিষয়ে পৃথক পৃথক মত ব্যক্ত করতেও দেখা গিয়েছে। তবে এদিন সুকান্ত-শুভেন্দু দুইজনই রইলেন কমিটিতে। সেই হিসাবে রাজ্য বিজেপির এই নির্বাচন পরিচালন কমিটিতে তেমন কোনও চমকই নেই। সাধারণ যে রাজ্য কমিটি তার মধ্যে জায়গা পেয়েছেন শুভেন্দু, দিলীপ এবং রাহুল। বিজেপির অন্য কোনও মোর্চা নেতৃত্ব কমিটিতে না থাকলেও মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র পদাধিকার বলে রয়েছেন। তবে এটা কিছু নতুন বিষয় নয়। সব রাজ্যেই বিজেপির সব গুরুত্বপূর্ণ কমিটিতেই মহিলা মোর্চার প্রতিনিধিত্ব থাকে। এটা দলের রীতি।

Tags :
Bengal BjpDilip ghoshGeneral Election 2024Sukanta MajumdarSuvendu Adhikari
Next Article