OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা মমতার

10:09 AM Mar 06, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটের মুখে ফের মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সকালে রাজ্যের আশা ও অঙ্গনওয়ারি কর্মী এবং অঙ্গনওয়ারি সহায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করে সবাইকে চমকে দিলেন। মূলত আন্তর্জাতিক মহিলা দিবসের প্রাক্কালে রাজ্যের মহিলা কর্মজীবীদের জন্য সুখবর দিলেন তিনি। আশা এবং অঙ্গনওয়ারি কর্মীদের মাসিক বেতন ৭৫০ টাকা করে এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। । আগামী মাস অর্থা‍ৎ এপ্রিল থেকে কার্যকর হবে বর্ধিত বেতন।

এদিন সকাল দশটা নাগাদ ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য - আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা - আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল।আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা। জয় হিন্দ! জয় বাংলা!’

গতকাল মঙ্গলবারই জেলা সফর থেকে কলকাতায় ফিরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তার পরে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে দীর্ঘক্ষণ কাটিয়ে কালীঘাটের বাড়ি ফেরেন। রাত দশটার কাছাকাছি সময়ে নিজের ফেসবুক ফেসে আচমকাই তিনি লেখেন, ‘আগামিকাল (বুধবার) সাধারণ মানুষের জ্ঞাতার্থে বিশেষ ঘোষণা। নজর রাখুন আমার ফেসবুক পেজে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ঘোষণার পরেই নানা জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বুধ সকালে তিনি কী ঘোষণা করতে পারেন, তা নিয়ে নানা মহলের পক্ষ থেকে নানা জল্পনার কথা জানানো হয়। অধিকাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেছিলেন, লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন। ফলে সকাল দশটা নাগাদ অনেকেই মুখ্যমন্ত্রীর ফেসবুক লাইভের দিকে বিশেষ নজর রেখেছিলেন।নির্ধারিত সময়ে ফেসবুকে এসে আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করে সবাইকে চমকে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Tags :
ASHA & ICDS WORKER SALARYMamata BanerjeeMamata Banerjee Facebook Live
Next Article