OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

দেশের প্রথম ১০টি সড়ক দুর্ঘটনাময় রাজ্যের তালিকাতেই নেই বাংলা

দেশের প্রথম ১০টি সর্বাধিক সড়ক দুর্ঘটনাময় রাজ্যের তালিকাতেই নেই বাংলা। বলছে কেন্দ্রের সড়ক ও পরিবহণ মন্ত্রকের প্রকাশিত তথ্য।
04:48 PM Oct 31, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের সড়ক যোগাযোগ ও পরিবহণ মন্ত্রকের(Ministry of Road Communication and Transport) তরফে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে কোন রাজ্যে কত সড়ক দুর্ঘটনা(Road Accidents) ঘটছে, তাতে কতজনের প্রাণহানীর ঘটনা ঘটছে, কতজন আহত হচ্ছেন তার তথ্য সামনে আনা হয়েছে। Road Accidents in India 2022 নামের ২০০ পাতার সেই বইতে তুলে ধরা হয়েছে ৪ বছরের সময়সীমায় দেশের বুকে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার প্রবণতা। সেই বইতেই ৯০ নম্বর পৃষ্টায় তুলে ধরা হয়েছে দেশের প্রথম ১০টি সর্বাধিক সড়ক দুর্ঘটনাময় রাজ্যের তালিকা(List of States with most Road Accidents)। দেখা যাচ্ছে দেশের ওই ১০টি রাজ্যের তালিকাতেই নেই বাংলা(Bengal)। অর্থাৎ বাংলা দেশের সড়ক দুর্ঘটনাময় রাজ্যেগুলির মধ্যে পড়ে না। যা কার্যত ঘুরপথে এ রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার এবং মুখ্যমন্ত্রী মস্তিষ্কপ্রসূত Safe Drive Save Life প্রচার প্রকল্পের সাফল্যকেই মেনে নিচ্ছে।

কেন্দ্রের তুলে ধরা তালিকা বলছে, দেশের সর্বাধিক সড়ক দুর্ঘটনাময় প্রথম ১০টি রাজ্য হল তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরল, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং গুজরাত। সেই তালিকা বলছে, ২০১৮ সালে গোটা দেশে ৪ লক্ষ ৭০ হাজার ৪০৩টি দুর্ঘটনা ঘটেছিল। তারমধ্যে ওই ১০টি রাজ্যে ঘটেছিল ৩ লক্ষ ৬৬ হাজার ৬৬টি দুর্ঘটনা। অর্থাৎ সারা দেশের মধ্যে ৭৭.৮ শতাংশ দুর্ঘটনাই ঘটেছিল ওই ১০টি রাজ্যে। ২০১৯ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ৪ লক্ষ ৫৬ হাজার ৯৫৯টি। এর মধ্যে ওই ১০টি রাজ্যেই ঘটেছিল ৩ লক্ষ ৫৪ হাজার ৭০৮টি দুর্ঘটনা। সারা দেশের শতাংশের বিচারে যা ৭৭.৬ শতাংশ। কোভিডের কারণে ২০২০ সালের একটা বড় অংশজুড়েই গোটা দেশজুড়ে লকডাউন ছিল। তার জেরে গোটা দেশেও দুর্ঘটনার হার কিছুটা হলেও কম ছিল। কেন্দ্রের তথ্য বলছে, তারমধ্যেও ওই ১০টি রাজ্যের সর্বমোট সড়ক দুর্ঘটনা ছিল দেশের বুকে সেই বছরে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার ৭৭.৩ শতাংশ। ২০২১ সালে এই শতাংশ অপরিবর্তিত থাকলেও ২০২২ সালে তা বেড়ে হয় ৭৭.৯ শতাংশ।

এবার আসা যাক বাংলার কথায়। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৪ বছর সারা দেশের মধ্যে সড়ক দুর্ঘটনার নিরিখে বাংলার স্থান ছিল ১২ নম্বরে। ২০২২ সালে তা ১১ নম্বরে উঠেছে। এই ৫ বছরের মধ্যে বাংলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে ২০১৮ সালে ১২ হাজার ৭০৫টি, ২০১৯ সালে ১২ হাজার ৬৫৮টি, ২০২০ সালে ১০ হাজার ৮৬৩টি, ২০২১ সালে ১১ হাজার ৯৩৭টি এবং ২০২২ সালে ১৩ হাজার ৬৮৬টি। আর এই তথ্যই বলে দিচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের Safe Drive Save Life প্রচার প্রকল্পের সাফল্য ঠিক কতখানি। বাংলায় এখন রাস্তার গুণমান বাড়ছে। তা সে রাজ্য সড়ক হোক কী জাতীয় সড়ক। সেই সঙ্গে তৈরি হচ্ছে নতুন নতুন রাস্তাও। বাড়ছে যান চলাচলের গতিও। স্বাভাবিক ভাবেই ধীর গতিতে হলেও রাজ্যে ২০২২ সালে দুর্ঘটনার সংখ্যা আগের ৪ বছরের তুলনায় কিছুটা বেড়েছে। কিন্তু তারপরেও তা দেশের প্রথম ১০টি সড়ক দুর্ঘটনাময় রাজ্যের তালিকায় উঠে আসেনি।

Tags :
bengalList of States with most Road AccidentsMamata BanerjeeMinistry of Road Communication and TransportRoad AccidentsRoad Accidents in India 2022Safe Drive Save Life
Next Article