OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ওএমআর সংক্রান্ত জট কাটাতে এস বসু রায় সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

01:48 PM Jul 16, 2024 IST | Srijita Mallick

নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক নিয়োগে ওএমআর সংক্রান্ত ধোঁয়াশা কাটাতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। পর পর এস বসু রায় অ্যান্ড কোম্পানির সাদার্ন অ্যাভিনিউয়ের অফিসে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই আবহে এস বসু রায় কোম্পানির কর্মীদের জেরা করা হল  নিজাম প্যালেসে ।

জানা গিয়েছে, বিগত বেশ কয়েকটি তল্লাশি চালানোর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৩৫টির বেশি হার্ডডিস্ক এবং দু’টি সার্ভার বাজেয়াপ্ত করেছে। তবে সেই হার্ডডিস্কে কী রয়েছে তা জানতেই বর্তমান এবং প্রাক্তন  কর্মীদের জিজ্ঞাসাবাদ করল সিবিআই আধিকারিকরা। একথায় ওএমআর সংক্রান্ত ঘটনায় হার্ডডিস্ক সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, ওএমআর সংক্রান্ত ঘটনার জট কাটাতে বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট।  বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছে, সিবিআই যদি ওএমআর তথ্য উদ্ধারে অসমর্থ হয় তাহলে দেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির থেকে সাহায্য নিতে পারবে। আর এই ঘোষণার পর আরও তৎপর হয়েছে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই সিবিআই দুই ই সাইবার বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানিতে এসে তল্লাশি চালিয়েছে। বলা বাহুল্য, কয়েকমাস আগে OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন এবং ডিরেক্টর কৌশিক মাজির বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জশিট দেয় সিবিআই। আর তাতে দাবি করা হয়েছিল ফেল করা প্রার্থীদের নাম রয়েছে চাকরির  তালিকায়। এরপরেই তল্লাশি শুরু করেছে সিবিআই আধিকারিকরা।  

Tags :
Bengal Primary Recruitment CaseCBIPrimary Recruitment Case
Next Article