For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

গুগল প্লে স্টোরের ১৩ অ্যাপ থেকে সাবধান থাকুন

04:41 PM Dec 29, 2023 IST | Srijita Mallick
গুগল প্লে স্টোরের ১৩ অ্যাপ থেকে সাবধান থাকুন
courtesy: Google
Advertisement

আন্তর্জাতিক ডেস্কঃ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির এক গবেষণায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। সেখানেই জানা গিয়েছে বিপদজনক গুগল প্লে স্টোরের ১৩ অ্যাপ। আর অ্যাপগুলি থাকলে ক্ষতি হবে ফোনের। এবার প্রকাশিত হয়েছে সেই তালিকা। জেনে নিন কোন অ্যাপ বিপদজনক। 

Advertisement

ক্ষতিকর ১৩ অ্যাপগুলির মধ্যে  রয়েছে - এসেনশিয়াল হরোস্কোপ ফর অ্যান্ড্রয়েড, থ্রিডি স্কিন এডিটর ফর পিই মাইনক্রাফ্ট, লোগো মেকার প্রো, অটো ক্লিক রিপিটার, কাউন্ট ইজি ক্যালরি ক্যালকুলেটর, সাউন্ড ভলিউম এক্সটেন্ডার, লেটার লিংক, পারসোনাল হরোস্কোপ অ্যান্ড নম্বর প্রেডিকশনস, ইজি পেডোমিটার, ট্র্যাক ইউর স্লিপ, সাউন্ড ভলিউম বুস্টার,ডেইলি হরোস্কোপ অ্যান্ড ট্যারট এবং ইউনিভার্সাল ক্যালকুলেটর। তাই এবার থেকে ফোনে রাখবেন না এই ১৩ টি অ্যাপ। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেকোন অ্যাপ ডাউনলোডের আগে নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। শুধু তাই নয় এই অ্যাপগুলি ডাউনলোড করার আগে রেটিং দেখে নিতে হবে । রেটিং ঠিকঠাক থাকলেই তবেই আপনারা ফোনে ডাউনলোড করুন এই ১৩ টি অ্যাপ।

Advertisement

প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয় এরআগেও ফের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতার কথা বলা হয়েছে। সেই অ্যাপগুলি হল-  নাও QR কোড স্ক্যান , ইমোজি ওয়ান কিবোর্ড , ব্যাটারি চার্জিং অ্যানিমেশনস ব্যাটারি ওয়ালপেপার, সুপার হিরো-এফেক্ট , ড্যাজলিং কিবোর্ড ,  ভলিউম বুস্টার লাউডার সাউন্ড ইকুয়ালাইজার এবং  ক্লাসিক ইমোজি কিবোর্ড । এবার সেই তালিকায় সংযোজন হল আরও ১৩ টি অ্যাপ।   

Advertisement
Tags :
Advertisement