For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ভাঙড় হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে বিস্ফোরণ

06:27 PM Feb 27, 2024 IST | Subrata Roy
ভাঙড় হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে বিস্ফোরণ
Advertisement

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়: মঙ্গলবার দুপুরে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে ভাঙড় হাই স্কুল(Bhangar High School)। ভাঙ্গড় হাই স্কুলে এবারে কাঁঠালিয়া হাই স্কুল ও কারবালা হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। মঙ্গলবার স্কুলের বাথরুম থেকে প্রচণ্ড জোরে আওয়াজ আসে বলে খবর। ঘটনাস্থল থেকে বোমার সুতুলি উদ্ধার করে পুলিশ। স্কুলের মধ্যে এমন ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।ঘটনায় স্কুলের ছাত্র থেকে শিক্ষক ও অভিভাবকরা আতঙ্কিত। উচ্চমাধ্যমিকের পর স্কুলে শুরু হয়েছে একাদশ শ্রেণির পরীক্ষা।

Advertisement

ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।স্থানীয় এক বাসিন্দা সেলিমা বিবি তিনি বলেন, উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা শেষ হয় তখনই বিকট আওয়াজ ভেসে আসে স্কুলের ভেতর থেকে। তারপর শুনতে পাই যে স্কুলের মধ্যে বোম পড়েছে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। ঘটনা স্থলে পুলিশ এসে পৌঁছয়। এক প্রত্যক্ষদর্শী ছাত্র সাইজাত সিদ্দিকী জানান, আমি যখন বাথরুমের মধ্যে আসি তখন এসে দেখি একটি বোম বাথরুমের(Toilet) মধ্যে রয়েছে। আমি তড়িঘড়ি শিক্ষকদের খবর দিই এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতার পুলিশের আধিকারিকেরা। পুলিশ আসার কিছুক্ষণ আগেই বিকট শব্দ করে বোমাটি ফেটে ওঠে। এ বিষয়ে জয়নগর বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার তিনি বলেন, ভাঙড় ব্লক পশ্চিমবঙ্গের মিনি পাকিস্তান ।

Advertisement

এর আগেও আমরা দেখেছিলাম যে এখানে বোমা বন্দুকের রাজনীতি করণ হয়। বোমা ফ্যাক্টরি থেকে শুরু করে জঙ্গি সমস্ত ভাঙড় ব্লক(Bhangar Block) জুড়ে অবস্থিত। প্রশাসনের নজর এড়িয়ে সমস্ত কিছু বেআইনি কার্যকলাপ করা হয়। ভাঙড় হাই স্কুলে যে বোমা বিস্ফোরণ ঘটেছে সে আর নতুন কিছু নয়। এই ঘটনার পিছনে যে বা যারা যুক্ত থাকুক তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ এই আবেদন আমরা জানাই। কি কারনে বোমা বিস্ফোরণ তার তদন্ত শুরু করছে কলকাতা পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান স্রেফ আতঙ্ক ছড়াতে ঘটনা ঘটানো হয়েছে।

Advertisement
Tags :
Advertisement