For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বিধায়কের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর পরে MLA Hostel-এ অধ্যক্ষ

তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যুর জেরে MLA Hostel পরিদর্শনে আসেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
11:22 AM Feb 03, 2024 IST | Koushik Dey Sarkar
বিধায়কের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর পরে mla hostel এ অধ্যক্ষ
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায়(Kolkata) পার্ক স্ট্রিট থানা(Park Street PS) এলাকার কিড স্ট্রিটে থাকা MLA Hostel-এ রহস্যজনক ভাবে মারা গিয়েছেন রাজ্যের এক বিধায়কের নিরাপত্তারক্ষী। পুরুলিয়া জেলার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক(TMC MLA) রাজীব লোচন সোরেনের(Rajib Lochon Soren) নিরাপত্তারক্ষী এবং রাজ্য পুলিশের কনস্টেবল জয়দেব ঘোড়াই(৩২)’র দেহ এদিন পড়ে থাকতে দেখা যায় MLA Hostel’র ২ নম্বর গেটের সামনে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তিনি ওপর থেকে পড়ে গিয়েছেন। তবে তিনি নিজে থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাকি অসতর্কতার মধ্যে পড়ে গিয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি ধোঁয়াশা রয়েছগে কোথা থেকে তিনি পড়েছেন তা নিয়েও। ছাদ থেকে নাকি পাঁচ তলার ব্যালকনি থেকে তা নিয়েও খটকা রয়েছে। ঘটনার জেরে এদিন MLA Hostel পরিদর্শনে আসেন রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Banerjee)।

Advertisement

জানা গিয়েছে, এদিন সকালে জয়দেব ঘোড়াইয়ের দেহ পড়ে থাকতে দেখা যায় MLA Hostel’র ২ নম্বর গেটের সামনে। তিনি কখন পড়ে গিয়েছেন বা ঝাঁপ দিয়েছেন তা ওই হস্টেলের কোনও কর্মী বা আবাসিক বলতে পারছেন না। গত বৃহস্পতিবার বিধায়ক রাজীব লোচন সোরেন MLA Hostel-এ আসেন। তাঁর সঙ্গেই এসেছিলেন জয়দেব। এদিন সকালে জয়দেবের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পার্ক স্ট্রিট থানার পুলিশ। আসেন লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরাও। পুলিশ জয়দেবের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের দাবি, ময়নাতদন্তের পরেই জানা যাবে ঠিক কীভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হস্টেলের ছাদ থেকে পড়েই মৃত্যু হয়েছে তাঁর। কেননা ৫ তলার যে রুলে বিধায়ক থাকেন সেখানকার ব্যালকনির কার্নিস বেশ উঁচু। সেখান থেক চট করে পড়ে যাওয়া বা ঝাঁপ দেওয়া সম্ভব নয়। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement
Tags :
Advertisement