OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল জয়দেব মেলা অস্থায়ী আশ্রম কমিটির

09:49 PM Jan 14, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি,বীরভূম ও কোচবিহার: রবিবার প্রশাসনিক ভাবে উদ্বোধন হল বীরভূম জেলার ঐতিহ্যবাহী জয়দেব মেলার।রবিবার রাত পোহালেই মকর সংক্রন্তি।সেই উপলক্ষে জয়দেবের অজয় নদীতে পূন্য স্নান, জয়দেব- পদ্মাবতী মন্দিরে পূজা এবং মেলা ঘিরে লক্ষাধিক লোকের সমাগম ঘটে।তার আগে সেজে উঠেছে জয়দেব (Jaydeb)কেন্দুলির স্থায়ী-অস্থায়ী আশ্রম সহ বিভিন্ন দোকানের সম্ভার। রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে এসে জড়ো হয়েছেন পূন্যার্থীরা।

এদিকে শনিবার সন্ধ্যায় অস্থায়ী আশ্রম কমিটির(Asram Comittee) তরফে মোমবাতি মিছিলের মাধ্যমে জয়দেব পুলিশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখায় সন্ন্যাসীরা।আশ্রম কমিটির অভিযোগ, অন্যান্য বছরগুলিতে জেলা প্রশাসন আশ্রম কমিটির সাথে সমন্বয় রেখে আলাপ- আলোচনার মাধ্যমে মেলা পরিচালনা করা হয়।প্রশাসনের আমন্ত্রণ পত্রে মেলা কমিটির সাথে আশ্রম কমিটির সভাপতির নাম উল্লেখ থাকতো।কিন্তু এবছর হঠাৎ করে রহস্যজনকভাবে আশ্রম কমিটির নাম আমন্ত্রণ পত্রে দেখা যায়নি।তাছাড়াও নদীর তীরে অস্থায়ী আশ্রমগুলিকে বসানোর ক্ষেত্রে কোনোরকম স্কেচম্যাপ আশ্রম কমিটিকে দেওয়া হয়নি। যার ফলে তাদেরকে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। প্রশাসনের এরূপ অসহযোগিতার কারনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল বলে আশ্রম কমিটির তরফে জানানো হয়।

মিছিলের পুরোভাগে ছিলেন জয়দেব মেলা আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী, সম্পাদক জহরলাল ঘোষ,আশ্রম পরিচালন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আপু লায়েক,পরিচালন কমিটির সদস্যা চুমকি মুখার্জী সহ অন্যান্য আশ্রমের সদস্য সদস্যরা।এদিকে,কোচবিহার (Coochbehar)ঘুঘুমারি রেল ব্রিজের কাছ থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা যায় মৃত ব্যক্তির নাম অজিত দাস (২৮) (উর্ফে জগু দাস ) । বাড়ি ঘেগীরঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল অজিত দাস। আজ মাছ মারতে গেলে সেই মৃতদেহ দেখতে পান মৎস্যজীবীরা। এরপর খবর দেওয়া হয় কোতোয়ালি থানায় পুলিশকে । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা তদন্ত চালাচ্ছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ্য ছিলেন ।তার শরীরের কোন আঘাতের চিনহ নেই ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Tags :
Birbhum Jaydeb MelaCoochbehar DeadbodyJaydeb Mela Candel Rally
Next Article