For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

পুজো দিয়ে প্রচার শুরু বীরভূমের যুযুধান দুই প্রার্থীর

10:23 PM Apr 02, 2024 IST | Subrata Roy
পুজো দিয়ে প্রচার শুরু বীরভূমের যুযুধান দুই প্রার্থীর
Advertisement

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: একদিকে সিদ্ধ পীঠ, অপরদিকে সতীপীঠ। আর এই দুই পীঠস্থানে দুই প্রার্থী পুজো দিয়ে মঙ্গলবার প্রচারে নামলেন। উল্লেখ্য, মঙ্গলবার তারাপীঠে মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ধর(Debashis Dhar)। নাম ঘোষণার পর সোমবার সন্ধ্যায় বীরভূমের সিউড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছান তিনি। সেখান থেকে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ তিনি তারাপীঠ মন্দিরে আসেন। এরপর মা তারাকে পুজো দেন তিনি।

Advertisement

তারাপীঠ মন্দির থেকে বেড়িয়ে বৈকালে নলহাটির দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে ৫১ পীঠের অন্যতম পীঠস্থান নলাটেশ্বরী মন্দিরে পুজো দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ধর। অপরদিকে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ সাঁইথিয়া নন্দীকেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন শতাব্দী রায়(Satabdi Roy)। তবে রাজনীতির লড়াইয়ে কে কতটা এগিয়ে এই প্রশ্নের উত্তরের দুজনেই জানিয়ে দিলেন তারা নিজেদের জয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত । বিজেপি প্রার্থী দেবাশীষ ধর বলেন, বগটুই কান্ডের পর সংখ্যালঘু মানুষজনের বোঝা উচিত, তাদেরকে কিভাবে ব্যবহার করা হচ্ছে।

Advertisement

এদিকে,৫০ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে জনসংযোগ করতে মঙ্গলবার বেরোলেন তাপস রায়(Tapas Roy)।বিকালে সাড়ে চারটে নাগাদ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ বউবাজার মোড় থেকে বিজেপি লোকসভার প্রার্থী তাপস রায় ভোট প্রচারে বের হন। সঙ্গে রয়েছেন বিজেপি কর্মীরা সহ স্থানীয় বেশ কিছু জনগণ ও ৫০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সজল ঘোষ(Sajal Ghosh), তমোঘ্ন ঘোষ। হুট খোলা জিপে চড়ে সাথে রংবেরং গেরুয়া সবুজ বেলুন ও কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পের ট্যাবলো সহ শোভাযাত্রা বের হয়।

Advertisement
Tags :
Advertisement