OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

শতাব্দী রায়ের 'X' হ্যান্ডেল হ্যাকের অভিযোগ, তদন্তে পুলিশ

05:10 PM Apr 01, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি,বীরভূম : বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের “X” হ্যান্ডেল হ্যাকের অভিযোগ। শুধু তাই নয়, হ্যাকাররা ওই হ্যান্ডেল থেকে বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরকে নিয়ে বিতর্কিত পোস্টও করেছেন। প্রথম পোষ্টটিতে লেখা হয়েছিল “২০২১ সালের বিধানসভা ভোটে কোচবিহার জেলায় দায়িত্বে পাঠিয়েছিল নির্বাচন কমিশন(Election Comission)। কোচবিহার জেলায় শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। তারপরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। শীতলকুচি কাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশের গোয়েন্দা । দ্বিতীয় পোষ্টিতে লেখা হয়েছে "সিআইডির আতশ কাচের তলায় ছিল এই অফিসার। এই অফিসারের সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে CID দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন সিআইডি গোয়েন্দারা। সেখান থেকেই জানা যায়, ২০১৫-১৭ সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসারের।'

 ওই পোস্ট ঘিরে শোরগোল শুরু হয়। সোমবার নলহাটিতে প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তাঁর 'এক্স' হ্যান্ডেল থেকে প্রতিপক্ষকে আক্রমণের বিষয়ে তিনি বলেন,  'প্রথমত আমি করিনি ।প্রথম কথা আপনারা এত বছর ধরে আমায় দেখেছেন। কোনও দিন কখনও কোনও বিরোধীকে আক্রমণ করিনি । আমার রুচিতে বাধে। আমার প্রয়োজন হয় না '

তিনি আরও বলেন, 'আমি এই টুইট (Tweet) করিনি। আর আমি টুইট করি না। কে করছে পুলিশ কে complain করেছি । আমার “X” হ্যান্ডেল থেকে কে করেছে তা খুঁজে বের করা হোক। আমার কাছে এটা খুবই বিরক্তিকর। আমি পুলিশকে বলেছি, এটা হ্যাকারদের কাজ। আমি খবর নিচ্ছি কোথা থেকে হয়েছে বা কারা করেছে। পুলিশকে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করতে বলেছি। বীরভূমের সাইবার ক্রাইম এই ঘটনার তদন্তে নেমেছে।'

Tags :
Birbhum TMC Candidate Satabdi Roy x Handle HackkedMP Satabdi Roy
Next Article