For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা জটিল মন্ডলের বিতর্কিত মন্তব্য

10:10 PM Feb 26, 2024 IST | Subrata Roy
বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা জটিল মন্ডলের বিতর্কিত মন্তব্য
Advertisement

নিজস্ব প্রতিনিধি,বীরভূম:লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্য জনসভা থেকে বিরোধীদের হাত কেটে নেওয়ার নিদান দিলেন ময়ূরেশ্বরের তৃণমূল নেতা জটিল মন্ডল(Jatil Mandal)। এমনই হুংকার দিয়ে বিতর্কে জড়ালেন বীরভূম জেলার অন্যতম তৃণমূলের বলিষ্ঠ নেতা ময়ূরেশ্বর দু'নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জটিল মণ্ডল।আর এই বিষয়কে সামনে রেখেই সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ কোটাসুর থেকে পালটা মন্তব্য করলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি শ্যামাপদ মন্ডল, তিনি বলেন 'উনি যদি কারোর হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবে যে উনারও হাত কাটতে পারে'।

Advertisement

ওই তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়েছে এলাকায়। রবিবার বৈকাল পাঁচটা নাগাদ ময়ূরেশ্বর(Mayureswar) ২ নম্বর ব্লকের অন্তর্গত উলকুণ্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এক বৈঠক করা হয়। আর সেখান থেকেই অনুব্রত ঘনিষ্ঠ বীরভূম জেলার(Birbhum District) অন্যতম তৃণমূলের বলিষ্ঠ নেতা ময়ূরেশ্বর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জটিল মন্ডল কর্মীদের মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসলেন। কর্মীদের মাঝে থেকে তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন 'কেন্দ্র বাহিনী তোর বাবার বন্ধু লয়, ভোট হলেই চলে যাবে আর তখন তুই থাকবি না। কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের। পঞ্চায়েত সমিতি আমাদের। জেলা পরিষদ আমাদের। বিধানসভা আমাদের। চারখানা জায়গা আমাদের।

Advertisement

তুই কোন জায়গায় কোন ঢোল পাততে পারবি না। থানা-পুলিশ-কোর্ট একেবারে হারগড় ছাড়িয়ে দেব । ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস , তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই বলে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে। আর এই বিষয়কে সামনে রেখেই সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ কোটাসুর থেকে পালটা মন্তব্য করলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি শ্যামাপদ মন্ডল, তিনি বলেন 'উনি যদি কারোর হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবে যে উনারও হাত কাটতে পারে'।

Advertisement
Tags :
Advertisement