OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মহারাষ্ট্রে অজিত ও শিন্ডের দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করল বিজেপি

10:02 AM Mar 13, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবশেষে মহারাষ্ট্রে এনডিএ শরিক দলগুলির আসন সমঝোতা নিয়ে কাটল জট। সমঝোতা অনুযায়ী, রাজ্যের ৪৮ লোকসভা আসনের মধ্যে ৩১টি লড়বে বিজেপি। ১৩টি আসনে লড়বে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা। আর বাকি চারটি আসনে লড়বে অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। দুই শরিক দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত ওয়ায় অনেকটা স্বস্তির নিশ্বাস ফেলেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে এনডিএ’র শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছিল। মূলত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের দল একাধিক আসনে দাবি জানানোয় পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। গত সপ্তাহে আসন সমঝোতা নিয়ে জট কাটাতে মুম্বই ছুটে গিয়েছিলেন অমিত শাহ। যুযুধান দুই শিবিরের সঙ্গে বৈঠকে বসেছিলেন। যদিও তাতে কোনও লাভ হয়নি। মরাঠা স্ট্রংম্যান শরদ পওয়ারের খাসতালুক বারামতী-সহ একাধিক আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে অনড় থাকেন শিন্ডে। শেষ পর্যন্ত দফায়-দফায় বৈঠক করে বিজেপি শীর্ষ নেতৃত্ব জট কাটাতে সমর্থ হয়েছেন।

সূত্রের খবর, সমঝোতা অনুযায়ী বারামতী, রায়গড়, শিরুর ও পরবানিতে লড়বেন অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি প্রার্থীরা। তার মধ্যে বারামতীতে শরদ কন্যা সুপ্রিয়া সুলের বিরুদ্ধে লড়তে পারেন অজিত পত্নী সুনেত্রা পওয়ার। রায়গড়ে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার অনন্ত গীতের বিরুদ্ধে ঘড়ি চিহ্নে দাঁড়াতে পারেন সুনীল টাটকারে। শিরুর আসনে প্রদীপ কন্ড কিংবা আদালরাও পাতিলের মধ্যে একজন প্রার্থি হতে পারেন। পরভানিতে প্রার্থী হতে পারেন রাজেশ ভিতেকর। 

Tags :
BJPMaharashtra NDA Seat SharingNCPShiv Sena
Next Article