OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

TET বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে BJP

বিজেপির দাবি, তারা TET বাতিলের আবেদন জানাননি। সেই দিনের পরিবর্তে অন্য কোনও দিন নির্ধারণের আবেদন জানিয়েছেন।
11:30 AM Dec 11, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের ঠিক আগেরদিন কলকাতায়(Kolkata) পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। সেদিন গীতা জয়ন্তী। সেই উপলক্ষে কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠের ডাক দিয়েছে কয়েক হিন্দুত্ববাদী সংগঠন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও থাকবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও(Mamata Banerjee)। কিন্তু ওই একই দিনে রয়েছে রাজ্যের প্রাথমিক স্কুল শিক্ষক-শিক্ষিকা পদের চাকরির জন্য TET-ও। প্রধানমন্ত্রী এলে খাস কলকাতা ও লাগোয়া এলাকায় যানজটের জন্য সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা, এমন দাবিতে সেই পরীক্ষা বাতিলের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হল বিজেপি(BJP)।

এর আগে ১০ ডিসেম্বর রাজ্য সরকার প্রাথমিকের TET’র দিন ঘোষণা করেছিল। কিন্তু পরে সেই দিন পিছিয়ে বড়দিনের আগের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর করা হয়। এদিকে ওই একই দিনে ব্রিগেড ময়দানে রয়েছে লক্ষ কন্ঠে গীতাপাঠের কর্মসূচি। এতে পরীক্ষার্থী তো বটেই, সাধারণ মানুষও সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করে ট্রাফিক ব্যাবস্থা সহ টেট পরীক্ষার দিন বদলের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আইনজীবী পার্থ ঘোষ এ ব্যাপারে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছেন। মামলার আবেদন গ্রহণ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ব্রিগেডে বৃহস্পতিবার গীতাপাঠের অনুষ্ঠানে থাকবেন কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। থাকবেন RSS’র অনেকেই। যদিও বিজেপির দাবি, তারা TET বাতিলের আবেদন জানাননি। সেই দিনের পরিবর্তে অন্য কোনও দিন নির্ধারণের আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদের তরফে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী ২৪ তারিখ ১ লক্ষ মানুষের কণ্ঠে গীতাপাঠের ডাক দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি।

Tags :
BJPCalcutta High CourtKolkataMamata BanerjeeNarendra modiTET
Next Article