OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্মলা- জয়শঙ্কর !

01:51 PM Feb 27, 2024 IST | Srijita Mallick

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। এই আবহে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, আসন্ন লোকসভা নির্বাচনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বর্তমানে তারা দুজনেই  উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য। তবে তারা দীর্ঘদিন ধরে এমপি থাকলেও কোনদিন নির্বাচনে অংশগ্রহণ করেনি।

জোশী প্রকাশ জানান, বিজেপি এই নির্বাচনের মাধ্যমে তাদের তাদের নির্বাচনী অভিষেকের পরিকল্পনা করছে। তবে নির্মলা সীতারামন এবং এস জয়শঙ্কর কর্ণাটক থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্র  মারফত জানা গিয়েছে, নির্মলা সীতারামন ও জয়শঙ্কর যে লোকসভা নির্বাচনে লড়বেন, সেটাই মোটামুটি চূড়ান্ত। কোথা থেকে তাঁরা লড়বেন, তা কর্নাটক হোক বা অন্য কোনও রাজ্যে, তা এখনও ঠিক হয়নি।

নির্মলা সীতারমন বর্তমানে রাজ্যসভায় কর্ণাটকের প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে এস জয়শঙ্কর গুজরাটের প্রতিনিধিত্ব করছেন। ২০০৮ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন নির্মলা। ২০১৪ সাল পর্যন্ত দলের জাতীয় মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি মন্ত্রী হয়েছিলেন। একই বছর তিনি অন্ধ্র প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য হন। নির্মলা সীতারমণ ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে এস জয়শঙ্কর একজন পেশাদার কূটনীতিক। ২০১৫ সালে তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। রাজ্যসভাতেও মনোনীত হয়েছিলেন তিনি। বছরের পর বছর ধরে, তিনি আন্তর্জাতিক ফোরামে ভারতীয় বিদেশনীতির কট্টর প্রতিরক্ষার কাজে নিয়োজিত আছেন।

Tags :
2024 Lok Sabha electionLok SabhaNirmala SitharamanS Jaishankar
Next Article