For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ওয়ানাডে রাহুলের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে বিজেপি

08:34 PM Dec 15, 2023 IST | Sundeep
ওয়ানাডে রাহুলের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে বিজেপি
Advertisement

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: আগামী লোকসভা ভোটে কেরলের ওয়ানাড আসনে বিনা যুদ্ধে রাহুল গান্ধিকে জিততে দিতে রাজি নয় বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাই দলেরই কোনও জাতীয় স্তরের নেতাকে ওই আসনে প্রাক্তন কংগ্রসে সভাপতির বিরুদ্ধে ভোট ময়দানে দাঁড় করাতে চান অমিত শাহ-জে পি নাড্ডারা। যেমনটা করেছিলেন অমেথির ক্ষেত্রে স্মৃতি ইরানিকে দাঁড় করিয়ে। ইতিমধ্যেই ওয়ানাড আসনটি শরিক দল ভারত ধর্ম জন সেনার (বিডিজেএস) কাছ থেকে চেয়ে নিয়েছেন শাহ-নাড্ডারা। পরিবর্তে ‘ঈশ্বরের আপন দেশে’ অন্য একটি আসন শরিক দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশের অমেথি এবং কেরলের ওয়ানাড থেকে লড়েছিলেন রাহুল গান্ধি। অমেথিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হারতে হয়েছিল তাঁকে। তবে কেরলের ওয়ানাড থেকে বিপুল ভোটে জিতেছিলেন রাজীব তনয়। যদিও গতবার ওয়ানাডে রাহুলের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করায়নি বিজেপি। ওই আসন ছেড়ে দেওয়া হয়েছিল জোট শরিক ভারত ধর্ম জন সেনাকে (বিডিজেএস)। দলের হয়ে দাঁড়িয়েছিলেন রাজ্য সভাপতি তুষার ভেল্লাপ্পাল্লি। তিনি আবার কট্টরপন্থী হিন্দু সংগঠন এসএনডিপি যোগামের সাধারণ সম্পাদক ভেল্লাপ্পাল্লি নাটেসনের ছেলে। যদিও হিন্দুত্বের আবেগে সুড়সুড়ি দিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি তুষার। তিনি পেয়েছিলেন ৭৮,৮১৬টি ভোট। উল্টোদিকে ৭ লক্ষ ৬ হাজার ৩৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি।

Advertisement

কিন্তু ওয়ানাডে এবার আর প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ওয়াকওভার দিতে রাজি নয় বিজেপি শীর্ষ নেতৃত্ব। শুক্রবার কেরল বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন সাংবাদিকদের বলেছেন, ‘ওয়ানাডে রাহুল গান্ধি দাঁড়াবেন কিনা, তা জানি না। তবে রাহুল দাঁড়ান কিংবা অন্য কোনও কংগ্রেস নেতা, এবার বিজেপি প্রার্থী দাঁড় করাবে। গতবার এনডিএ’র জোট শরিক ভারত ধর্ম জন সেনাকে আসনটি ছেড়ে দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই বিডিজেএস নেতৃত্বকে আমরা জানিয়ে দিয়েছি, আগামী লোকসভা ভোটে আসনটিতে আমরাই প্রার্থী দাঁড় করাব। পরিবর্তে অন্য কোনও আসন ছেড়ে দেওয়া হবে বিডিজেএসকে।’

Advertisement
Tags :
Advertisement