For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

আলুয়াবাড়ি রোডের পরিবর্তে স্টেশনের নাম ঈশ্বরপুর করতে চায় বিজেপি

গেরুয়া শিবির থেকে উঠেপড়ে লেগেছে আলুয়াবাড়ি রোড স্টেশনের নাম বদলে ঈশ্বরপুর রাখার জন্য। ২৪'র ভোটের আগেই নামবদলের সম্ভাবনা।
05:23 PM Nov 28, 2023 IST | Koushik Dey Sarkar
আলুয়াবাড়ি রোডের পরিবর্তে স্টেশনের নাম ঈশ্বরপুর করতে চায় বিজেপি
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: শহরের নাম ইসলামপুর(Islampur)। কিন্তু স্টেশনের নাম আলুয়াবাড়ি রোড(Aluabari Road)। আগে থেকেই এলাকার বাসিন্দারা স্টেশনের নাম পরিবর্তনের পক্ষে সাওয়াল করে এসেছেন। তাঁরা রেলমন্ত্রককে(Rail Ministry) প্রস্তাব দিয়েছেন, স্টেশনের নাম ইসলামপুর রোড স্টেশন বা ইসলামপুর স্টেশন করা হোক। সেই প্রস্তাব এখনও মেনে নেয়নি রেলমন্ত্রক। অথচ এখন গেরুয়া শিবির থেকে উঠেপড়ে লেগেছে এই স্টেশনের নাম পরিবর্তনের জন্য। তাঁদের ইচ্ছা স্টেশনের নাম হোক ঈশ্বরপুর(Iswarpur)। সূত্রের দাবি, সেই নামই এখন মেনে নিতে চলেছে রেলমন্ত্রক। সম্ভবত লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ ঘোষণার আগেই উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার আলুয়াবাড়ি স্টেশনের নাম বদলে ঈশ্বরপুর রাখা হবে। অন্তত রেল সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

Advertisement

কেন্দ্রে বিজেপি সরকারের আমলে দেশের একাধিক প্রান্তে একাধিক স্টেশনের নাম পরিবর্তন নিয়ে জোর বিতর্ক রয়েছে। এবার সেই তালিকাতে ঢুকে পড়তে চলেছে আলুয়াবাড়ি রোড স্টেশনও। বিতর্কের নেপথ্য যে কারণ উঠে আসছে তা হল হিন্দুত্ব। সংখ্যালঘু অধ্যুষিত উত্তর দিনাজপুর জেলায় আলুয়াবাড়ি রোড স্টেশনের নাম ঈশ্বরপুর রেখে কার্যত লোকসভা নির্বাচনের আগে হিন্দু সেন্টিমেন্ট তৈরি করতে চাইছে বিজেপি(BJP) নেতৃত্ব। নামবদলের এই পরিকল্পনার কথা স্বীকার করেছেন বিজেপির জেলা কমিটির সহ সভাপতি তথা ইসলামপুরের নেতা সুরজিৎ সেন। তাঁর কথায়, ‘রেলের কাছে আমরা আলুয়াবাড়ি রোড স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব পাঠালে, ইশ্বরপুর করার কথা বলা হবে। আগাগোড়া ইশ্বরপুর নাম ছিল। পরে ইসলামিক নামকরণ করা হয়েছে। দলের বিভিন্ন কর্মসূচিতে আমরা ইশ্বরপুর নাম ব্যবহার করি। প্রাচীন ভারতের বিভিন্ন জায়গার নাম মোঘলরা বদল করেছে। সেই নাম আমরা কখনই রাখব না।’

Advertisement

এদিকে ইসলামপুর শহরের বাসিন্দাদের একাংশের মতে, থানা, পুরসভা, মহকুমা, পুলিস জেলা, হাইস্কুল, কলেজ, মহকুমা হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানেই ইসলামপুর নাম জড়িয়ে আছে। এই পরিস্থিতিতে ইশ্বরপুর নাম করতে চাওয়া মানে বিতর্কের জন্ম দেওয়া ছাড়া আর কিছু নয়। বিজেপি নেতা ইতিহাসে ইশ্বরপুর নাম থাকার কথা বললেও ইতিহাসবিদরা তার সারবত্তা খুঁজে পাচেছন না। ইসলামপুর কলেজের ইতিহাসের অধ্যাপক ড. গৌড় ঘোষ বলেন, ‘আমি স্থানীয় ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি। কিন্তু ইসলামপুরের নাম আগে ইশ্বরপুর ছিল এমন কোনও ঐতিহাসিক প্রমাণ পাইনি। ইশ্বরপুর একটা জনশ্রুতি বলে আমার মনে হয়। ১৯৫৬ সালে ট্রান্সফার টেরিটরি হিসেবে বিহার থেকে এই এলাকাটি এ রাজ্যে যুক্ত হয়। তার আগেও এই এলাকার নাম ইসলামপুরই ছিল।’

Advertisement
Tags :
Advertisement