OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বিজেপির ইস্তেহার কমিটির মাথায় রাজনাথ সিংহ

03:44 PM Mar 30, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন লোকসভা ভোটে জনগণের কাছে দলের প্রতিশ্রুতি তুলে ধরতে ইস্তেহার কমিটি গড়ল বিজেপি। ২৭ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতির দায়িত্ব সামলাবেন দলের বর্ষীয়ান নেতা তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। আর আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে।  

২০১৪ সালের লোকসভা ভোটে ‘অব কি বার, মোদি সরকার’ স্লোগান সামনে রেখে লোকসভা ভোটে লড়েছিল মোদি সরকার। গতবার অর্থা‍ৎ ২০১৯ সালে বিজেপির স্লোগান ছিল, ‘ফির একবার, মোদি সরকার।’ আর এবার ‘অব কি বার, চারশো পার’ শ্লোগান দিয়ে ভোট ময়দানে নেমেছে পদ্ম শিবির। অর্থা‍ৎ লোকসভায় কমপক্ষে ৪০০ আসন জিতে টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরাকেই পাখির চোখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-অমিত শাহরা। কিন্তু ওই লক্ষ্যপূরণ বড্ড কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে, ‘৪০০ আসনে জয় বিজেপি নেতাদের কাছে অলীক স্বপ্ন হয়েই থাকবে। বিরোধীদের ভোট ময়দান থেকে সরাতে যেভাবে ‘পোষ্যভৃত্য’ ইডি-সিবিআই আর আয়কর দফতরকে নির্লজ্জভাবে নামিয়ে দিয়েছে সরকার, তাতে স্পষ্ট, ছন্নছাড়া বিরোধীদের ভালই ভয় পাচ্ছেন মোদি-শাহরা।’

বিজেপি সূত্রে খবর, সাধারণ মানুষকে কাছে টানতে ইস্তাহার বা দলীয় ঘোষণাপত্রে একাধিক ‘খয়রাতি প্রকল্প’ চালুর ঘোষণা করা হবে। তাই মেঠো রাজনীতিতে মোদি-শাহের চেয়ে অনেক বেশি দক্ষ রাজনাথ সিংহকেই ইস্তেহার কমিটির শীর্ষ পদে বসানো হয়েছে। এছাড়া কেন্দ্রীয অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, পীযূষ গোয়েলদেরও কমিটির সদস্য করা হয়েছে। নাকের বদলে নরুন ধরিয়ে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকেও রাখা হয়েছে কমিটিতে।

Tags :
BJP's election manifesto committeeLok Sabha Election 2024:Rajnath Singh
Next Article