OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পঞ্জাবের খাল থেকে উদ্ধার 'অর্জুন' পুরস্কারজয়ী ভারত্তোলকের দেহ

03:31 PM Jan 01, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, জলন্ধর: বর্ষ বরণ উ‍ৎসবে যোগ দিতে রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন পঞ্জাব পুলিশের ডেপুটি সুপার দলবীর সিং দেওল। কিন্তু বর্ষবরণের পার্টি থেকে বাড়ি ফেরেননি। উদ্বিগ্ন পরিবার দলবীরের নিখোঁজের খবর জানিয়েছিলেন পুলিশকে। তার পরেই ‘অর্জুন’ পুরস্কারজয়ী প্রাক্তন  ভারত্তোলকের খোঁজে তন্ন তন্ন করে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত সোমবার সকালে জলন্ধরের এক খালের পাশ থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ ক্রীড়াবিদ তথা পুলিশ আধিকারিকের দেহ। সর্বদা হাসিখুশি থাকা দলবীরের এমন মর্মান্তিক পরিণতিতে পঞ্জাব পুলিশ ও ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এক সময়ে ভারত্তোলক হিসেবে যথেষ্টই সুনাম কুড়িয়েছিলেন দলবীর সিং দেওল। সোনার পদকও জিতেছিলেন। ২০০০ সালে ভারত্তোলনে বিশেষ অবদানের জন্য তাঁকে ‘অর্জুন’ পুরস্কারে ভূষিত করেছিল ক্রীড়া মন্ত্রক। ভারত্তোলক হিসাবে বিশেষ অবদানের জন্য পঞ্জাব পুলিশে চাকরি পেয়েছিলেন দলবীর। গতকাল রবিবার রাতে বর্ষবরণের এক পার্টিতে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। বেশ কয়েক ঘন্টা তল্লাশির পরে এদিন সকালে বস্তি বাওয়া খেল এলাকায় খালের ধারে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

পঞ্জাব পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘দলবীরের মৃত্যু যথেষ্টই রহস্যজনক। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া তাঁর সঙ্গে থাকা সার্ভিস রিভলবরও উধাও। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু নাকি অন্য কোনও কারণে, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।’ নিহত দলবীরের ভাই রঞ্জি‍ৎ সিং দাদার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।’

Tags :
Arjuna Awardee Found Near CanalBody of Punjab DSPDalbir Singh DeolPunjab DSP Dalbir Singh Deol
Next Article