For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দেবের 'খাদান' থেকে নিজেকে সরিয়ে নিলেন বনি সেনগুপ্ত, কিন্তু কেন?

কিন্তু শেষ মুহূর্তে আমার না করে দিলেন অভিনেতা।তিনি কেরিয়ারের এই মূহুর্তে কোনও নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চাইছেন না।
06:09 PM Mar 20, 2024 IST | Sushmitaa
দেবের  খাদান  থেকে নিজেকে সরিয়ে নিলেন বনি সেনগুপ্ত  কিন্তু কেন
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ১০ মার্চ ব্রিগেডের 'জনগর্জন' সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের ৪২ জন তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যেখানে ছিল পরতে পরতে চমক। রাজনীতি ছাড়ার নামে আরও রাজনীতিতেই জুড়ে গেলেন সুপারস্টার দেব। ঘাটাল থেকেই ৪ বারের জন্যে সাংসদ হতে চলেছেন দেব। তবে এবার তাঁর পথে কঠিন প্রতিদ্বন্দ্বি হিরণ। ইতিমধ্যেই ঘরের ছেলের মেজাজে প্রচারে নেমে পড়েছেন অভিনেতা। জনগণের সেবায় নিয়োজিত সেই ক্লিপগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

পাশাপাশি চলতি বছরে একাধিক ছবি রিলিজ করবে অভিনেতার। ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে টেক্কার কাজ কমপ্লিট তাঁর। আর গত ফেব্রুয়ারি মাস থেকে ‘খাদান’ ছবির শুটিং শুরু হয়েছে। দেব না নিজেই আসানসোলে টিমকে নিয়ে গিয়েছিলেন শুটিং স্পট খুঁজতে। এই ছবিতে থাকবেন টলিপাড়ার এক ঝাঁক তারকা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা যিশু সেনগুপ্ত ও বনি সেনগুপ্তর। খাদানের পোস্টারে ইতিমধ্যেই যিশু সেনগুপ্তকে দেখা গিয়েছে। শ্রীখোল নিয়ে দেখা গিয়েছে তাঁকে। যথাসম্ভব ছবিতে তিনি দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করবেন। তবে যিশু ছবির শুটিং শুরু করলেন ছবি থেকে নিজেকে সরিয়ে নিলেন বনি সেনগুপ্ত। কিন্তু কেন? এদিকে বনির কোনও উল্লেখ্য পাওয়া নেই ছবির অন্দরমহলে। তখন থেকেই জল্পনা চলছিল যে, বনি কি আদেউ ছবিতে অভিনয় করবেন কিনা।

Advertisement

অবশেষে জল্পনাই সত্যি হল, ছবিতে বনির বদলে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্য। শোনা যাচ্ছে, ছবিতে বনির চরিত্রটি ছিল খলনায়ক তথা নেগেটিভ চরিত্রে। এমনই কথা হয়েছিল বনির সঙ্গে প্রযোজকদের। কিন্তু শেষ মুহূর্তে আমার না করে দিলেন অভিনেতা।তিনি কেরিয়ারের এই মূহুর্তে কোনও নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চাইছেন না। এদিকে খাদান একটি বিগ বাজেটের ছবি বলে খবর। অনেকগুলো শিডিউলে ছবির শুটিং করবেন পরিচালক সুজিত সরকার। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইধিকা পাল, বরখা বিশ্‌ত সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু।

Advertisement
Tags :
Advertisement