OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

৫৮ বছরে পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলের তারকা ফুটবলার, কারণ জানেন?

11:20 AM Apr 17, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: ছেলের সঙ্গে খেলার স্বপ্নপূরণে ৫৮ বছর বয়সে ফের বুট পায়ে মাঠে নামছেন ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার রোমারিও। ১৫ বছর আগে নেওয়া অবসর ভেঙে ফিরছেন ফের পেশাদার ফুটবলে। না, মোটেও গল্প নয়। এটাই সত্যি। ছেলের সঙ্গে খেলতে ইতিমধ্যেই ক্যাম্পেনাতো ক্যারিওকা সিরিআ-২-এ নাম নথিভুক্ত করিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার।

১৯৯৪ সালে ব্রাজিলের যে দল বিশ্বকাপ জিতেছিল সেই দলের অন্যতম সদস্য ছিলেন রোমারিও। হলুদ-সবুজ জার্সি গায়ে ৭০টি ম্যাচ খেলেছেন। ব্রাজিলের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন। দেশের পাশাপাশি ক্লাব ফুটবলেও দাপটের সঙ্গে খেলেছেন। পিএআসভি, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার মতো ক্লাবেও দাপটের সঙ্গে খেলেছেন। সব মিলিয়ে ২৩ বছর আন্তর্জাতিক ফুটবলের আসর কাঁপিয়ে ১,০০০টির বেশি গোল করেছিলেন। ২০০৮ সালেই পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন। যদিও বাবা এদভেইরর স্বপ্নপুরণে অবসর ভেঙে ফিরে বেশ কয়েকটি ম্যাচ খেলেছিলেন। পরে ২০০৯ সালে পাকাপাকিভাবে অবসর নেন। বুট তুলে রাখলেও ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামার কোচের দায়িত্বও সামলেছিলেন।

বর্তমানে রিও ডি জেনিরোর আমেরিকা ক্লাবের সভাপতি রোমারিও। গত মাসেই ক্লাবটিতে যোগ দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের ছেলে রোমারিনিও। ৩০ বছর বয়সী ফরোয়ার্ড ছেলের সঙ্গে খেলার স্বপ্নপূরণে ১৫ বছর আগে নেওয়া অবসর ভেঙে ফের পেশাদার ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ১৯৯৪ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইনস্টাগ্রামে’ এক পোস্টে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে রোমারিও লিখেছেন, ‘আমি ফের মাঠে ফিরতে চলেছি। পুরো প্রতিযোগিতায় খেলব না। বেশ কয়েকটি ম্যাচ খেলব। ছেলের সঙ্গে খেলার স্বপ্নপূরণ করতে চাই।’ ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকা ক্লাবের হয়ে ফের মাঠে নামার জন্য নামমাত্র পারিশ্রমিক নিচ্ছেন রোমারিও। তবে ওই পারিশ্রমিক তিনি ক্লাবের তহবিলেই দান করার সিদ্ধান্ত নিয়েছেন।   

Tags :
Brazil World Cup winning legendRomário de Souza Faria
Next Article