For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মর্মান্তিক! মাকড়সার কামড়ে মারা গেলেন ব্রাজিলিয়ান শিল্পী ডারলিন মোরাইজ

কিন্তু শেষ রক্ষা আর হল না। শরীরের এত রকমের জটিলতা কাটিয়ে উঠতে না পেরে গত সোমবার, ৬ নভেম্বর মারা যান গায়ক।
06:12 PM Nov 08, 2023 IST | Sushmitaa
মর্মান্তিক  মাকড়সার কামড়ে মারা গেলেন ব্রাজিলিয়ান শিল্পী ডারলিন মোরাইজ
Advertisement

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! বিনোদন জগতে আবারও শোকের ছায়া। মাকড়সার কামড়ে মৃত্যু হল ব্রাজিলিয়ান গায়ক ডেলান মারাইসের। কী ভাবছেন তো, সামান্য মাকড়সা একটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে, তাই তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন! গত ৩১ অক্টোবর গায়কের মুখে একটি মাকড়সা কামড়ে দেয়। সেদিন থেকেই ভীষণ ক্লান্ত বোধ করতে থাকেন তিনি। তেমন পাত্তা দেয় নি তিনি এই ক্ষতটিকে, এমনকী এরপর পাল্টে যেতে থাকে ক্ষতর জায়গার রংটাও। এমনটাই গায়কের স্ত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়ে ছেন। মাকড়সার কামড়ের পর থেকেই গায়কের শরীরে নানান রকম লক্ষণ দেখা দিতে শুরু করে তাঁর দেহে। সঙ্গে অ্যালার্জিক রিঅ্যাকশন। এরপরেই তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

কিন্তু সাময়িক চিকিৎসার পর গত শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হল না। শরীরের এত রকমের জটিলতা কাটিয়ে উঠতে না পেরে গত সোমবার, ৬ নভেম্বর মারা যান গায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। সূত্রের খবর, ব্রাজিলিয়ান গায়কের মৃত্যুর পর একই রকম শারীরিক অবস্থার সম্মুখীন হচ্ছে তাঁর সৎ মেয়ে। ১৮ বছরের সেই যুবতী এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে মাকড়সা কামড়ে ছিল। তবে তিনি আপাতত বিপদ মুক্ত বলেই জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

Advertisement

ডেলান মারাইসের কেরিয়ার সম্পর্কে জানা যায়, তিনি মাত্র ১৫ বছর বয়সেই কেরিয়ার শুরু করেছিলেন। তিনি মূলত ট্র্যাডিশনাল এবং ব্রাজিলিয়ান সাউন্ডের উপরেই কাজ করতেন। জাবুম্বা, অ্যাকর্ডিয়ন, মেটাল ট্রায়াঙ্গেল, ইত্যাদি ব্যবহার করে গান বাঁধতেন। একটি মিউজিক ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, যেখানে কেবল তাঁরা তিনজন মিউজিশিয়ান ছিলেন। ডেলান মারাইসের মৃত্যুর পর তাঁর খুড়তুতো বোন একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'ও সবসময় ওর বন্ধুবান্ধবদের সঙ্গেই থাকত। ও ভীষণ আনন্দে বাঁচত। হাসিখুশি থাকত। খুব বড় মনের মানুষ ছিল ও। সবাইকে সবসময় সাহায্য করত।' গায়কের মৃত্যুর পর তাঁর পরিবার জানিয়েছে, 'ডেলান মারাইসের পরিবারের তরফে সকলকে ধন্যবাদ জানানো হচ্ছে এই কঠিন সময় পাশে থাকার জন্য। আমরা আপনাদের থেকে এত ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ।'

Advertisement
Tags :
Advertisement