OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

চোপড়ার পরে চাপড়া, আবারও শিশুমৃত্যুর ঘটনায় কাঠগড়ায় BSF

আবারও শিশুমৃত্যুর ঘটনা ঘটল বাংলার বুকে যার জন্য অভিযোগের আঙুল উঠে গিয়েছে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। গ্রেফতারির সংখ্যা শূন্য।
11:32 AM Feb 17, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে আবারও শিশুমৃত্যুর ঘটনায়(Child Death Incident) কাঠগড়ায় উঠতে হল দেশের সীমান্তরক্ষী বাহিনী Border Security Force বা BSF-কে। কিছুদিন আগেই উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার চোপড়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগাছে দেশের সীমান্তরক্ষী বাহিনী বা BSF’র নিয়ন্ত্রিত এলাকায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে BSF’র বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই আবহেই আবারও শিশুমৃত্যুর ঘটনা ঘটল বাংলার বুকে যার জন্য অভিযোগের আঙুল উঠে গিয়েছে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। এবারের ঘটনাস্থল নদিয়া(Nadia) জেলার কৃষ্ণনগর সদর মহকুমার চাপড়া(Chapra) ব্লক। সেখানে BSF’র পিকআপ ভ্যান পিষে শুক্রবার সন্ধ্যায় মারা গিয়েছে এক শিশুকন্যা। আর সেই মৃত্যুর ঘটনা ঘিরেই এখন জনরোষে উত্তপ্ত হতে শুরু করেছে চোপড়া ব্লকের সীমানগর এলাকা।

জানা গিয়েছে, বাঁকুড়ার জেলার সোনামুখী ব্লকের বাসিন্দা রিঙ্কু পাতিদার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৮২ নম্বর ব্যাটেলিয়নের হৃদয়পুর বর্ডার আউট পোস্টে কর্মরত। BSF’র সেক্টর হেডকোয়ার্টার সীমানগরে একটি বাড়ি ভাড়া করে সপরিবারে থাকেন রিঙ্কু। শুক্রবার সন্ধ্যা ৬টার সময় কাজ শেষে বাড়ি ফেরেন ওই মহিলা বিএসএফ কর্মী। তিনি জানান, তখন বাবা আর ঠাকুমার সঙ্গে খেলছিল মেয়ে। তিনি বাড়ি ফিরতেই ঠাকুমাকে নিয়ে বাড়ির সামনে ঠাকুর দেখতে বার হয় সে। তার পরই ঘটে দুর্ঘটনা। BSF’র পিকআপ ভ্যান পিষে দেয় রিঙ্কুর মাত্র ৭ বছরের মেয়ে আরোহী সিংহ হাজারিকে। দুর্ঘটনার পরে তড়িঘড়ি তাকে উদ্ধার করে চাপড়া ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন। রিঙ্কুর অভিযোগ, তাঁর সঙ্গে একই ব্যাটেলিয়নে কর্মরত BSF’র গাড়ির চালক সঞ্জীব কুমার মত্ত অবস্থায় পিকআপ ভ্যান চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটিয়েছেন তিনি। রিঙ্কুর অভিযোগ, ‘মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে সঞ্জীব কুমার আমার মেয়েকে পিষে দিয়েছে। আমিওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ যদিও এখনও এই ঘটনায় গ্রেফতারির কোনও খবর নেই। আর তার জেরেই গণরোষে ফুটছে চাপড়া।

Tags :
bsfChapraChild Death IncidentNadia
Next Article