For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

'ভোট কাটুয়া' মায়াবতীর সৌজন্যে রাম রাজ্যে ১৪ আসনে জিতেছে বিজেপি

09:24 PM Jun 08, 2024 IST | Sundeep
 ভোট কাটুয়া  মায়াবতীর সৌজন্যে রাম রাজ্যে ১৪ আসনে জিতেছে বিজেপি
Advertisement

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাম রাজ্যে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। ৮০ আসনের মধ্যে মাত্র ৩৩ আসন জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের। ভোট পরিসংখ্যান বলছে, বসপা সুপ্রিমো মায়াবতী ‘ত্রাতা’ হিসাবে আবির্ভূত না হলে কপালে আরও অশেষ দুর্গতি ছিল বিজেপি নেতৃত্বের। কেননা, বহুজন সমাজ পার্টির প্রার্থীরা ভোট কাটুয়া হিসাবে আসরে আবির্ভূত না হলে ৩৩ আসনেও জিততে পারত না বিজেপি। ১৯ আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হত। সেক্ষেত্রে বিজেপির মোট আসন সংখ্যা ২৪০ থেকে কমে ২২৬-এ নেমে আসত। আর তাতে নরেন্দ্র মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার স্বপ্ন অধরাই থেকে যেত। 

Advertisement

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, উত্তরপ্রদেশে বিজেপি যে ৩৩ আসনে জিতেছে তার মধ্যে ১৪টি আসনে কংগ্রেস-সপা জোট প্রার্থী যত ভোটে হেরেছেন তার চেয়ে বেশি ভোট পেয়েছেন মায়াবতীর প্রার্থী। অর্থা‍ৎ বসপা প্রার্থী বিরোধী ভোটে ভাগ বসিয়ে বিজেপি প্রার্থীর জয়ের পথ  সুগম করে দিয়েছে। আর একটি করে আসনে জিতেছে এনডিএ'র শরিক রাষ্ট্রীয় লোকদল ও অপনা দল (সোনেলাল)। বিরোধী ভোটে বসপা ভাগ বসানোয় কংগ্রেস-সপা জোট যে ১৬ আসনে হেরেছে সেই আসনগুলি হল-আমরোহা, আকবরপুর, আলিগড়, বাঁসগাও, ভাদোহি, বিজনোর, দেবরিয়া, ফারুখাবাদ, ফতেপুর সিক্রি, হরদোই, মেরঠ, মির্জাপুর, মিশরিখ, ফুলপুর, শাজাহানপুর ও উন্নাও।

Advertisement

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘বিজেপি যাতে রামরাজ্যে ভাল ফল করে তা নিশ্চিত করতে চেয়েছিলেন বসপা সুপ্রিমো মায়াবতী। আর সেই কারণে সংখ্যালঘু ভোটার অধ্যুষিত এলাকায় মুসলিম এবং শক্তিশালী প্রার্থী দিয়েছিলেন। নিজের রাজনৈতিক অস্তিত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েও সপা-কংগ্রেস প্রার্থীর জয় আটকাতে চেয়েছিলেন। তাতে খানিকটা সফল হয়েছেন। তবে যেভাবে বসপার দলিত ভোট ব্যাঙ্কে কংগ্রেস ভাঙন ধরিয়েছে তা মায়াবতীর কাছে অশনিসঙ্কেত। বিজেপি বান্ধব সাজতে গিয়ে বসপার দীর্ঘদিনের ভোটারদের থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন।’

Advertisement
Tags :
Advertisement