OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আগামীদিনে ঘোরাঘুরির উপযুক্ত থাকবে না বিশ্বের একাধিক জায়গা, এমআইটির রিপোর্টে প্রকাশ

03:45 PM Apr 22, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব উষ্ণায়নের মধ্যে দ্রুত আবহাওয়া বদল হচ্ছে। বিশ্বের যে সব জায়গায় এখন মনোরম আবহাওয়া, সেখানে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে উষ্ণতা ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, চলতি শতাব্দীর শেষের দিকে তাপমাত্রা এতটাই বাড়বে যে সেখানে আর মনোরম আবহাওয়া অনুভবের সুযোগ থাকবে না। ফলে পর্যটকদের আনাগোনাও কমে আসবে। 

সম্প্রতি ম্যাসাচুসেস্টস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) তরফে একটি স্টাডি পেপার প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গায় জলবায়ু পরিবর্তনের বড়সড় প্রভাব পড়তে চলেছে। উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন জায়গায় জলবায়ুর দ্রুত পরিবর্তন হতে চলেছে। এখনও উত্তর আমেরিকা ও ইউরোপের বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে খুব বেশি গরম বা খুব বেশি ঠাণ্ডা নেই। মনোরম আবহাওয়া রয়েছে। তবে বিজ্ঞানীদের মতে, এইরকম আবহাওয়া আর বেশিদিন থাকবে না। ২১০০ শতকের মধ্যেই এই সব জায়গা খুব বেশি গরম পড়বে। তখন আর এভাবে ঘুরে বেড়ানোর সুযোগ পাবে না মানুষ।

আগামীদিনে কোন কোন জায়গায় তাপমাত্রার আমূল পরিবর্তন হবে, তার কিছু আভাস দিয়েছে এমআইটির বিজ্ঞানীরা। তাঁদের মতে, ভবিষ্যতে রাশিয়া, কানাডা সহ উত্তরের দিকে কিছু জায়গায় মানুষ বেশি ঘুরতে যাবেন। অন্যদিকে আইভোরি কোস্টের মতো কিছু উন্নয়নশীল দেশ রয়েছে যেখানে তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যা ঘুরে বেড়ানোর মতো উপযুক্ত থাকবে। আসলে জলবায়ু পরিবর্তনের একটা বড় প্রভাব সাধারণ মানুষের ঘুরে বেড়ানোর ওপরেও পড়বে। এমআইটির এই তথ্য থেকেই স্পষ্ট, আগামীদিনে সারা বিশ্বে পর্যটন স্থলগুলিরও পরিবর্তন হতে চলেছে। জানা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে নিরক্ষীয় এলাকায় পর্যটন স্থলের জায়গা কমবে। মেক্সিকো, ভারত, মিশর ও থাইল্যান্ডের মতো বহু জায়গা রয়েছে, সেখানে পর্যটন স্থল আগামীদিনে কম আসবে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতেও এই একই প্রভাব পড়বে, সেখানেও খুব বেশি দিন মানুষ বাইরে ঘুরে বেড়াতে পারবেন না। ফলে পর্যটকদের সংখ্যা কমবে। অন্যদিকে ব্রিটেন, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্সের মতো বেশ কিছু দেশ রয়েছে যেখানে শীত খুব পড়ায় পর্যটকদের আনাগোনা সারা বছরে বাড়বে।

Tags :
Climate ChangeMITWeather report
Next Article