For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দেবের ভাইরাল অডিও নিয়ে সিবিআইয়ের তদন্ত কতদূর, জানতে চাইল হাইকোর্ট

সেখানে মূলত একটি অডিও ক্লিপ ছিল। (তবে সেই অডিও ক্লিপ যাচাই করে 'এই মূহুর্তে' নিউজ পোর্টাল) হিরণের দাবি ছিল যে, এই অডিও ক্লিপে যার কণ্ঠ শোনা যাচ্ছে, সেটা দেবের কন্ঠ।
06:50 PM Jun 26, 2024 IST | Susmita
দেবের ভাইরাল অডিও নিয়ে সিবিআইয়ের তদন্ত কতদূর  জানতে চাইল হাইকোর্ট
Advertisement

নিজস্ব প্রতিনিধি: এবার নিয়োগ দুর্নীতির ভাইরাল অডিওর প্রেক্ষিতে তৃণমূলের তারকা সাংসদ দেবের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে CBI এর অবস্থান জানতে চাইল কলকাতা হাই কোর্ট। এবার লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন দেব। তাঁর বিরোধী পক্ষ ছিল হিরণ। লোকসভা ভোটের আগে জোরকদমে প্রচার পর্ব সেরেছেন শাসক-বিরোধী উভয় দলই। আর তখনই দেবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন হিরণ চট্টোপাধ্যায়। তার মধ্যে ভাইরাল হয়েছিল একটি অডিও ক্লিপ। লোকসভা ভোটের ঠিক মাঝামাঝি সময়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের (দীপক অধিকারী) এক ‘প্রতিনিধি’র বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছিল।

Advertisement

হাইকোর্টে সে নিয়ে মামলা ওঠার পরে টাকা পেয়ে গিয়েছেন জানিয়ে অভিযোগকারীই নিজেই ‘পিছিয়ে যান’! তবে এতেও নিস্তার মেলেনি। একই অভিযোগে আবারও মামলা হয় উচ্চ আদালতে। তখন সাংসদ দেবের প্রতিনিধি নয়, স্বয়ং দেবের বিরুদ্ধেও মামলা করেন বাপ্পাদিত্য ঘোষ নামক এক ব্যক্তি। মামলাকারীর দাবি ছিল, দেব এবং তাঁর ‘প্রতিনিধি’র বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তদন্ত করুক সিবিআই। এরপরেই লোকসভা ভোটের সময় হিরণ একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে মূলত একটি অডিও ক্লিপ ছিল। (তবে সেই অডিও ক্লিপ যাচাই করে 'এই মূহুর্তে' নিউজ পোর্টাল) হিরণের দাবি ছিল যে, এই অডিও ক্লিপে যার কণ্ঠ শোনা যাচ্ছে, সেটা দেবের কন্ঠ। দেবরই একজন সহযোগী চাকরি দেওয়ার নামে টাকা তোলেন বলে দাবি ছিল হিরণের। তাঁরও দাবি ছিল সিবিআই তদন্ত করা দরকার। এবার সেই মামলা নিয়েই সিবিআইয়ের অবস্থান জানতে চাইল আদালত।

Advertisement

বুধবার বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দিয়েছেন যে, দেবের বিরুদ্ধে ওঠা অডিওকে কেন্দ্র করে CBI-এর কাছে যে অভিযোগ জমা পড়েছে, তার অবস্থান জানাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। প্রয়োজনে সিবিআই ওই বিষয়টিকে খতিয়ে দেখে সংক্ষিপ্ত রিপোর্ট জমা দিতে পারবে। আগামী ৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। তবে হিরণের তোলা এই অভিযোগ তিনি পাল্টা চ্যালেঞ্জ করেন দেব। তাঁর কথায়, কোনও মহিলার সঙ্গে তাঁর কথা হয়নি। তবে ভাইরাল অডিও নিয়ে তিনি এফআইআর দায়ের করেছেন।রাজনীতিতে খারাপ কথা বলাটা বিজেপির স্বভাব হয়ে দাঁড়িয়েছে। ইডি, সিবিআই, এফবিআই যেখানে যা আছে, ডাকা হোক। ফেক অডিও এ বার চিহ্নিত করতে হবে। তবে বুধবারের শুনানিতে মামলাকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম। দেবের হয়ে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। এবং সিবিআইয়ের আইনজীবী অমাজিৎ দে।

Advertisement
Tags :
Advertisement