OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আমার বাড়িও যদি বেআইনি নির্মাণ হয়, বুলডোজার দিয়ে ভেঙে দিন: বিচারপতি গঙ্গোপাধ্যায়

05:32 PM Nov 23, 2023 IST | Ayantika Saha
Curtesy; Google

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্ট জানিয়েছে বেআইনি নির্মাণ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না আদালত। কলকাতা হোক বা জেলা বেআইনি নির্মাণ নিয়ে বরাবরই সরব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির কথায়, ‘‘একটিও বেআইনি নির্মাণ থাকা উচিত নয়। হাওড়ায় আমার বাড়ি রয়েছে। সেটিও যদি বেআইনি হয়, বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।’’

সম্প্রতি হাওড়ার লিলুয়ায় এক প্রোমোটারের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চ ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। কিন্তু মামলাকারী জানায়, আদালতের নির্দেশ মানা হয়নি। সেই বেআইনি নির্মাণ ভাঙা হয়নি। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চও ওই একই রায় বহাল রাখে।

এদিন শুনানিতে রাজ্যের যত্রতত্র এত বেআইনি নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকি তাঁর নিজের বাড়িও যদি বেআইনিভাবে নির্মিত হয় তাও ভাঙার কথা বলেছেন তিনি।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর ওই নির্মাণ ভাঙতে বালি পুরসভা থেকে লোক পাঠানো হয়েছিল। কিন্তু তাঁরা গিয়ে বাধার সম্মুখীন হলে তারা জানায় পুলিশের সাহায্য ছাড়া ওই নির্মাণ ভাঙা সম্ভব নয়। এই সংক্রান্ত মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে জানান, তাঁর বাড়িও হাওড়াতেই। সেই বাড়ির নির্মাণে যদি কোনও গলদ পাওয়া যায়, তবে সেটিও ভেঙে দিতে হবে। বেআইনি নির্মাণ কোনও ভাবেই বরদাস্ত করা যাবে না।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টের মধ্যে লিলুয়া থানার অফিসার ইন-চার্জ এবং নির্মাণকারী সংস্থার প্রধানকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তার পর আবার মামলার শুনানি হবে।

Tags :
ABHIJIT GANGOPADHAYCalcutta High CourthowrahIllegal ConstructionKolkata
Next Article