For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ছটপুজোয় খরচ কমাতে মরিয়া কলকাতা পুরসভা

05:11 PM Nov 08, 2023 IST | Ayantika Saha
ছটপুজোয় খরচ কমাতে মরিয়া কলকাতা পুরসভা
Custardy: Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বাড়তি খরচ বাঁচাতে এবার বদ্ধ পরিকর কলকাতা পুরসভা। তাই ছটপুজোর আলোর খরচ কমাতে চাইছে পুরসভা। পুরসভা জানিয়েছে, গত বছর আলো বাবদ প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হয়েছিল। এবার তা ৩৫ লক্ষের মধ্যে রাখতে চাইছে কলকাতা পুরসভা।

Advertisement

খরচ বাঁচাতে আপাতত দু’টো দিকে বিশেষ নজর দেবে বলে জানিয়েছে পুরসভা(Kolkata Corporation)। ২০২২-এ ঘাট পিছু ৫০ হাজার টাকার আলো লাগানো হয়েছিল। এবার সেখানে ৩৫ হাজার বড় জোর চল্লিশ হাজারের মধ্যে সম্পন্ন করতে চায় তারা। দ্বিতীয়ত, ছট পুজোর আলো চারদিনের বেশি না রাখার সিদ্ধান্ত নিয়েছে দফতর। ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর ছট পুজো(Chat Puja)। মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সি জানিয়েছেন, পুজোর দিনগুলোয় আলো ঝলমলে থাকবে ঘাট। কিন্তু পুজোর পরে অতিরিক্ত আলো লাগিয়ে খরচ করতে চাইছে না পুরসভা। ২০ নভেম্বর ছট পুজো মিটে গেলে সব আলো(Lights)  খুলে ফেলবে পুরসভা।

Advertisement

কলকাতা পুলিশের(Kolkata Police)  তরফে ১৮ টি জায়গার তালিকা তুলে দেওয়া হয়েছে পুরসভার হাতে। ওই জায়গাগুলোতে আলোর বন্দোবস্ত করতে হবে। যার মধ্যে নর্থ ডিভিশন ডিসি অফিস ছাড়াও রয়েছে বাজে কদমতলা ঘাট, গোয়ালিয়র ঘাট, দইঘাট, নিমতলা ঘাট, বিচালি ঘাট, বিএনআর ঘাট, সুরিনাম ঘাট, হুগলি জুটমিল ঘাট, খিদিরপুরের আদি গঙ্গা ঘাট, তক্তা ঘাট, বাগবাজার ঘাট, বাবু ঘাট, কুমারটুলি ঘাট, বাগবাজার মায়ের ঘাট।

শুধু ঘাট নয়, একাধিক জলাশয়েও হয় ছটপুজো। সেগুলোও আলো দিয়ে সাজিয়ে দেবে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, চারটে কৃত্রিম জলাশয় তৈরি করা হচ্ছে পুরসভা এলাকায়। মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সি জানিয়েছেন, মেয়র ফিরহাদ হাকিম অযথা খরচ কমাতে বলেছেন। আমরাও চেষ্টা করছি অযথা খরচে রাশ টানতে। বাজেট কমলেও ঘাট অন্ধকার থাকবে না বলেই জানিয়েছেন তিনি। পর্যাপ্ত পরিমাণে আলো থাকবে ছট পুজোর দিনগুলিতে।

Advertisement
Tags :
Advertisement