For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি সহ মুর্শিদাবাদের ৪ জায়গায় CBI হানা

মুর্শিদাবাদ জেলায় এদিন মোট ৪ জায়গায় CBI'র তল্লাশি চলছে যা সকাল সাড়ে ৬টা নাগাদ শুরু হয়েছে। সর্বাগ্রে ডোমকলের বিধায়ক।
11:22 AM Nov 30, 2023 IST | Koushik Dey Sarkar
বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি সহ মুর্শিদাবাদের ৪ জায়গায় cbi হানা
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক নিয়োগ দুর্নীতি(School Teachers Recruitment Scam) মামলায় তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI’র আধিকারিকদের হাতে এসেছে। তার ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে একই জেলার ৪টি জায়গায় CBI’র হানাদারি। চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। সার্চ ওয়ারেন্ট(Search Warrant) দেখিয়েই চলছে তল্লাশি। নজরে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার ডোমকলের(Domkal) তৃণমূল বিধায়ক(TMC MLA) জাফিকুল ইসলাম(Jafikul Islam), বড়ঞার কুলির শিক্ষা প্রতিষ্ঠানের মালিক তথা ব্যবসায়ী ঝন্টু শেখ সহ আরও কয়েকজন। কেননা এদের বাড়িতেই চলছে CBI’র তল্লাশি।

Advertisement

মুর্শিদাবাদ জেলায় এদিন মোট ৪ জায়গায় তল্লাশি চলছে যা সকাল সাড়ে ৬টা নাগাদ শুরু হয়েছে। প্রথমেই বড়ঞার কুলিতে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী ঝন্টু শেখের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে CBI। তল্লাশি অভিযান চলাকালীনই খবর আসে ডোমকলের বিধায়ক জাফিকুলের বাড়িতেও তল্লাশি শুরু করেছে CBI’র ৪ সদস্যের দল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জাফিকুলের বাড়ি ঘিরে রেখেছেন। ভিতরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন CBI’র আধিকারিকরা। তাঁদের বয়ানও রেকর্ড করা হচ্ছে। তবে বিধায়ক বাড়িতে রয়েছেন কিনা, তা এখনও পরিষ্কার নয়।

Advertisement

গরু পাচার মামলায় আগেও জাফিকুলকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। পাশাপাশি NIA’র তদন্তকারীরাও তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। যদিও এ বার কোন মামলায় তাঁর বাড়িতে CBI অভিযান চালাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। বড়ঞার কুলিতে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ঝন্টু শেখের বাড়িতেও CBI’র তল্লাশি চলছে। কুলির চৌরাস্তায় তাঁর বাড়ি। ঝন্টু নিয়োগে দুর্নীতির অভিযোগে ধৃত কুন্তল ঘোষের ঘনিষ্ঠ। ঝন্টুর একাধিক B.ED College আছে। কুন্তুলকে জেরা করে ঝন্টু সম্পর্কে তথ্য পাওয়া যায় বলে CBI সূত্রে খবর। ঝন্টুর সঙ্গে জেলবন্দি মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহারও ঘনিষ্ঠতা ছিল বলে জানা গিয়েছে। ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামেরও বেশ কয়েকটি কলেজ রয়েছে। B.ED, D.ED, Engineering ও Pharmacists কলেজ রয়েছে তাঁর নামে। পাশাপাশি তিনি ডোমকল পুরসভার প্রাক্তন চেয়ারম্যানও।

Advertisement
Tags :
Advertisement