For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

Group-C কর্মীদের নিয়োগ সংক্রান্ত তথ্য চাইল CBI

মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি দিয়ে স্কুলে স্কুলে Group-C কর্মীদের নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI।
01:32 PM Dec 02, 2023 IST | Koushik Dey Sarkar
group c কর্মীদের নিয়োগ সংক্রান্ত তথ্য চাইল cbi
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: মধ্যশিক্ষা পর্ষদকে(WBBSE) চিঠি দিল রাজ্যের সরকারি স্কুলে নিয়োগ দুর্নীতির(School Recruitment Scam) ঘটনায় তদন্তে নামা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। নিয়োগ মামলা শেষ করার জন্য ইতিমধ্যেই Deadline বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court)। তারপর থেকেই তদন্তে তৎপরতা বাড়িয়েছে CBI। এবার তাঁরা Group-C কর্মীদের(Group-C Employees) নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠালো পর্ষদের কাছ থেকে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ওই চিঠি পাওয়ার পরে আগামী শুক্রবারের মধ্যে জেলা পরিদর্শকদের এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করতে হবে CBI’র কাছে। প্রত্যেক গ্রুপ সি কর্মীর নিয়োগ কবে হয়েছে তা জানাতে হবে জেলা পরিদর্শকদের। CBI’র চিঠি পাওয়ার পরেই জেলা পরিদর্শকের কাছে Group-C কর্মীদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠাল পর্ষদ। সূত্রের খবর জেলা পরিদর্শকরাও তাঁদের জেলার স্কুলগুলোর প্রধান শিক্ষককে চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট স্কুলের Group-C কর্মীদের তথ্য চাইবেন। সেইসব তথ্য হাতে পাওয়ার পরে সেই তথ্যের সঙ্গে পোর্টালের তথ্য মিলিয়ে দেখবেন জেলা পরিদর্শকরা। তারপর তা একত্রিত করে পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। 

Advertisement

Group-C নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত ধীর গতিতে হচ্ছে, এমন অভিযোগও উঠেছিল আদালতে। সেই সূত্রেই বিচারপতিদের ভর্ৎসনার মুখে পড়ে CBI। শীর্ষ আদালত স্পষ্টই জানিয়ে দেয়, এভাবে তদন্ত করলে চলবে না। দ্রুত তদন্ত ও এই মামলার শুনানি শেষ করতে হবে। এই দুর্নীতি মামলার তদন্তে CBI গোটা রাজ্যের Group-C কর্মীদের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখতে চাইছে। তাঁদের নিয়োগ নিয়ে কোনও প্রশ্ন আছে কিনা তাও খুঁটিয়ে দেখতে চান CBI আধিকারিকেরা। তাই তদন্তের স্বার্থেই Group-C কর্মীদের সম্পর্কে যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছেন তাঁরা। নিয়োগ দুর্নীতির মামলায় CBI’র স্ক্যানারে স্কুলের শিক্ষক- শিক্ষিকারা ছাড়াও Group-C কর্মীরাও রয়েছেন। তাঁদের নিয়োগ সঠিক পথে হয়েছে নাকি সেখানে দুর্নীতির ঘটনা ঘটেছে সেটাই খুঁজে বার করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কারও ক্ষেত্রে কোনও বেনিয়ম ধরা পড়লেই সমস্যায় পড়তে পারেন তাঁরা। উল্লেখ্য, গত নভেম্বেরর মাসেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ৬ মাসের মধ্যে নিয়োগ মামলার শুনানি শেষ করতে হবে। একইসঙ্গে CBI ও ED-কেও তাঁদের তদন্তের সময়সীমা বা Deadline বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। 

Advertisement

Advertisement
Tags :
Advertisement