OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে রাজ্যকে নয়া নির্দেশ কেন্দ্রের

04:58 PM Dec 02, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের(Central Government) কাছে রাজ্যের(West Bengal State Government) প্রাপ্য ১ লক্ষ কোটিরও বেশি টাকা। আটকে রয়েছে ১০০ দিনের কাজের প্রকল্পের বরাদ্দ। প্রাপ্য মিটিয়ে দেওয়ার জন্য লাগাতার আবেদন ও আন্দোলন চললেও কর্ণপাত করছে না নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। উল্টে নানা কৌশলে রাজ্যের কাজকর্মের ওপর নজরদারি চালানোর ফিকির খুঁজছে তারা। এবার তাঁদের নিশানায় গ্রামোন্নয়নের সঙ্গে জড়িত রাজ্যের ১০টি দফতর। কেন্দ্রীয় বরাদ্দ না মিললেও রাজ্যের গ্রামগুলিতে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে, তার বিস্তারিত তথ্য কেন্দ্রকে জানাতে হবে বলে নির্দেশ এসেছে। Sustainable Development Goals বা ‘স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা’ যাকে অনেকেই SDG বলে জানেন, সেই বিষয়টিকে সামনে রেখে Panchayat Development Index তৈরির নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে।   

নবান্ন সূত্রে জানা গিয়েছে, যে ১০টি দফতরকে কেন্দ্র নিশানা বানিয়েছে সেগুলি হল পঞ্চায়েত, স্বাস্থ্য, কৃষি, সমাজকল্যাণ, জনস্বাস্থ্য ও কারিগরি, স্কুলশিক্ষা, ভূমিসংস্কার, প্রাণিসম্পদ উন্নয়ন, মৎস্য এবং বন দফতর। এই সব দফতরের কাজের খতিয়ান তুলে দিতে হবে কেন্দ্রের হাতে। ২০২৩-এর ৩১ মার্চ পর্যন্ত কাজের খতিয়ান কেন্দ্রের সংশ্লিষ্ট পোর্টালে তুলে দিতে হবে।  তবে এই কাজের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে কিছুটা সাবধানী পদক্ষেপ করা হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। গতবার গ্রামোন্নয়নের বার্ষিক পরিকল্পনা বা Gram Panchayat Development Plan তৈরির সময় বিশেষ কয়েকটি ক্ষেত্রে নজর দেওয়ার কথা বলেছিল কেন্দ্র। মহিলা ও শিশুবান্ধব এবং দারিদ্র্যমুক্ত গ্রাম তৈরি সহ মোট ৯টি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়। এবার নিয়মে বদল এনে পঞ্চায়েতের ৩টি স্তরকেই কাজে লাগিয়ে আগামী অর্থবর্ষের জন্য Panchayat Development Plan তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই নবান্নে কেন্দ্রের এই নির্দেশিকা নিয়ে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কেন্দ্রের নির্দেশিকা মেনে ঠিক কী কী তথ্য দেওয়া হবে আর কী কী দেওয়া হবে না – তা ঠিক করতে তৈরি করা হয়েছে একটি স্টিয়ারিং কমিটি। সেখানে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চেয়ারম্যান করা হয়েছে। কমিটির মেম্বার সেক্রেটারি হয়েছেন পঞ্চায়েত দফতরের সচিব। অন্যান্য ১২টি দফতরের সচিবরা কমিটির সদস্য হয়েছেন। যদিও এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ‘ওরা প্রাপ্য টাকা না দেওয়ায় রাজ্যকে নিজের খরচে বিকল্প কাজ করাতে হয়েছে। তাহলে পথশ্রী সহ অন্যান্য উন্নয়নের তথ্য ওদের আমরা কেন দেব? তবে আগামী দিনে কেন্দ্র যদি রাজ্যের বকেয়া মিটিয়ে গ্রামোন্নয়নের কাজে সত্যিই সহযোগিতা করে, তাহলে তথ্য তুলে দেওয়ার কথা ভাবনাচিন্তা করা হবে।’

Tags :
Central GovernmentGram Panchayat Development Plan.Narendra modiPanchayat Development IndexSustainable Development GoalsWest Bengal State Government
Next Article