For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বৃহস্পতিবার প্রচার শেষ হতেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের রুট মার্চ ও নাকা চেকিং শুরু

09:13 PM May 30, 2024 IST | Subrata Roy
বৃহস্পতিবার প্রচার শেষ হতেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের রুট মার্চ ও নাকা চেকিং শুরু
Advertisement

নিজস্ব প্রতিনিধি , বসিরহাট ও নিউ টাউন: বৃহস্পতিবার প্রচারের শেষ লগ্ন হতেই সীমান্ত শহর বসিরহাটে বাহিনীর রুট মাচ শুরু হয়। বসিরহাট ইটিন্ডি রোড ধরে একাধিক এলাকায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী(Central Force)। ১ জুন বসিরহাট কেন্দ্রের ভোট। তথা শেষ দফা। তার আগে মানুষের নির্বিঘ্নে ভোট দান করতে যাতে কোন বাধা বিঘ্ন না হয় তার জন্য কেন্দ্র বাহিনীর টহল শুরু। অন্যদিকে,নিউটাউন থেকে সেক্টর ফাইভ ঢোকার রাস্তায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে শুরু করেছে নাকা চেকিং।

Advertisement

নিউটাউন(Newtown) এর দিক থেকে যে গাড়ি গুলি লোহা পুল হয়ে সেক্টর ফাইভ ঢুকছে সেই গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।পুলিশ সূত্রে খবর নির্বাচনের আগে অসাধু কেউ ঢুকছে কিনা, আগ্নেয়াস্ত্র ও টাকা নিয়ে কেউ যাতে ঢুকতে না পারে সেই কারণেই এই নাকা চেকিং। শেষ দফার নির্বাচনের জন্য মোট ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রচার পর্ব শেষ হতে তাই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন এলাকায় নাকা চেকিং ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ(Route March)।

Advertisement

অলিগলি থেকে বড় রাস্তা সর্বত্র টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার দিনভর এই রোডমার্চ লাগাতার হবে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার যেসব কেন্দ্রে শনিবার নির্বাচন আছে সেই এলাকা গুলিতে। গোটা শহরে ৩৬ টি পয়েন্টের নাকা চেকিং শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এই নাকা চেকিং(Naka Checking) আরো জোরদার করা হয়েছে। একই সঙ্গে চলছে দাগি সমাজবিরোধী ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের পালা। রাতের আবগারি দপ্তর বিভিন্ন এলাকায় বেআইনি মদ মজুদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

Advertisement
Tags :
Advertisement