For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

২০২৩ সালের Google সার্চের শীর্ষে চন্দ্রযান ৩, কর্ণাটক নির্বাচনের ফলাফল

যেটি তৈরি হয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ২০১৯ সালে চাঁদের কাছাকাছি পৌঁছে গেলেও শেষমেশ ব্যর্থ হয় চন্দ্রযান মিশন ২। তবে ২০২৩ সালের চন্দ্রযান মিশন ৩-শুধু ভারতে নয়, গোটা বিশ্বের গুগল সার্চে এন্ট্রি নিয়েছে।
06:21 PM Dec 11, 2023 IST | Sushmitaa
২০২৩ সালের google সার্চের শীর্ষে চন্দ্রযান ৩  কর্ণাটক নির্বাচনের ফলাফল
Advertisement

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকদিন বাকি! এরপরেই ২০২৩ কে বরাবরের মতো বিদায় জানিয়ে আসবে ২০২৪। আবার একটা নতুন বছর, মানুষ কত কিছু আশা নিয়ে ফের জীবন গড়ার মালা গাঁথবেন। যাই হোক, ২০২৩ সাল প্রায় শেষ হতে চলল। গোটা বছরে দেশের কোন কোন দিক বেস্ট Google সার্চের মুকুট ছিনিয়ে নিল, আজ সেটাই জানাবো। চলে এসেছে Google সার্চের 2023-এর বিশেষ সংস্করণ। বর্তমানে ডিজিটাল মিডিয়ার দৌড় পেরিয়েছে বহু দূর। আর সেই দৌড়ের একমাত্র সাক্ষী Google। যার মাধ্যমে গোটা দুনিয়ার অলি-গলি চলে আসে আঙুলের ডগায়। শুধু তাই নয়, যখন যা মনে আসবে একবার টিপলেই তাঁর সন্ধান দিয়ে দেবে গুগল। যাই হোক, এ বছর চলচ্চিত্র, গান, রাজনীতি, খেলার ক্ষেত্রে সবচেয়ে বেশি সন্ধান করা হয়েছে কোন কোন জিনিস, তা জানিয়েছে গুগল।

Advertisement

২০২৩ সাল ছিল ভারতের কাছে একটি বিশাল সাফল্যের বছর। বহুবছরের প্রচেষ্টায় ২৩ অগস্ট চাঁদের বুকে নেমেছে ভারতীয় চন্দ্রযান মিশন ৩। যেটি তৈরি হয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ২০১৯ সালে চাঁদের কাছাকাছি পৌঁছে গেলেও শেষমেশ ব্যর্থ হয় চন্দ্রযান মিশন ২। তবে ২০২৩ সালের চন্দ্রযান মিশন ৩-শুধু ভারতে নয়, গোটা বিশ্বের গুগল সার্চে এন্ট্রি নিয়েছে।

Advertisement

এরপর হল কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল। যা ২০২৩ সালে ভারতের দ্বিতীয় গুগল সার্চে মনোনীত হয়েছিল।

এছাড়া ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপ আন্তর্জাতিক ওয়ানডে ফাইনাল। যেখানে আয়োজ ভারতের চূড়ান্ত হার হয়। যদিও রোহিত শর্মার দ্বারা নেতৃত্বাধীন এবারের বিশ্বকাপ দুর্দান্ত অভিযান করেছে ভারত। টান টান ১০ টি ম্যাচ জিততে সক্ষম হলেও অবশেষে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে খারাপভাবে হেরে যায় ভারত। খেলা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং খেলোয়াড় বিরাট কোহলির সঙ্গে আহমেদাবাদে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ড্রেসিং রুমে দেখা করেন। যেখানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ছবিটি গুগলের তৃতীয় সার্চ এন্ট্রি ছিল।

এছাড়াও নিউজিল্যান্ডের খেলোয়াড় রচিন রবীন্দ্র, যার পরিবার বেঙ্গালুরু থেকে ভারতে গুগলে অনুসন্ধান করা শীর্ষ ৩ জনের মধ্যে ছিলেন।

এছাড়াও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি এবং ভারতীয় ক্রিকেটার শুভমন গিল হলেন ভারতে অনুসন্নাকারী দুই শীর্ষ ব্যক্তিত্ব।

এছাড়া বিনোদনের দিক থেকে, বলিউড রয়েছে সবথেকে এগিয়ে। ২০২৩ সালের শুরুর দিকে ফ্লপ সিরিজের সাক্ষী হয়েছিল, জওয়ান, গদর ২, পাঠান, টাইগার ৩-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রগুলির মাধ্যমে বলিউড জয়ের পথে ফিরে আসতে সক্ষম হয়েছে। এখন আবার তালিকায় আছে রণবীর কাপুরের অ্যানিমাল।

এছাড়াও গুগলে হলিউড সেলিব্রিটি ম্যাথিউ পেরির জন্যেও অনুসন্ধান করেছিল। যিনি অক্টোবরে আকস্মিক ভাবে মারা যান। এছাড়াও ভারতে বলিউডের আইকনিক অভিনেতা সতীশ কৌশিকের অকাল মৃত্যুও গুগল শীর্ষ সার্চে এন্ট্রি নিয়েছে। যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

এছাড়াও গুগল সার্চে এন্ট্রি নিয়েছে, ভূ-রাজনীতির দিক থেকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর G20 শীর্ষ সম্মেলন ২০২৩। যা ভারত প্রথমবারের মতো G20 শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব গ্রহণ করেছিল। এছাড়াও মণিপুরে সহিংসতার বিস্ফোরণও প্রত্যক্ষ করেছে বিশ্ব। জাতিগত সংঘাতের কারণে শত শত মানুষ নিহত হয়। এখন, উত্তরপূর্ব রাজ্যটি ক্রমাগত পুনরুদ্ধার করছে তবে চলমান সহিংসতা মণিপুরে অনলাইনে আগ্রহ দেখেছে।

এমনকি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আপডেটগুলি ভারতে গভীরভাবে অনুসরণ করা বিষয়গুলির মধ্যে একটি।

Advertisement
Tags :
Advertisement