OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

গঙ্গা দূষণ ঠেকাতে কলকাতা পুরনিগমকে পথ দেখাবে চাঁপদানি পুরসভা

কলকাতাকে রাস্তা দেখাচ্ছে বাংলারই এক শহর। গঙ্গা দূষণ ঠেকাতে কলকাতা পুরনিগমকে পথ দেখাবে হুগলি জেলার চাঁপদানি পুরসভা।
05:37 PM Dec 29, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: এ যেন উলোট পুরাণ। এতদিন কলকাতা(Kolkata) রাস্তা দেখিয়ে এসেছে রাজ্যের(Bengal) অনান্য শহরকে। এবার কলকাতাকে রাস্তা দেখাচ্ছে বাংলারই এক শহর। হ্যাঁ ঠিক পড়ছেন। এতটুকুও বাড়িয়ে বলা হচ্ছে না। কলকাতা পুরনিগমকে(KMC) পথ দেখাবে হুগলি জেলার(Hooghly District) চাঁপদানি পুরসভা(Chnapdani Municipality)। শহরের নোংরা জলকে কীভাবে পরিশ্রুত করে ফের তা ব্যবহারের উপযোগী করে তোলা যায় সেটাই এবার কলকাতা পুরনিগমকে শেখাবে চাঁপদানি পুরসভা। সেই সঙ্গে শেখাবে শহরের নোংরা জলকে গঙ্গায় না ফেলে কীভাবে গঙ্গা দূষণ ঠেকানো যায়। এত দিন ধরে কলকাতা পুরনিগমের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আকৃষ্ট করত রাজ্যের বিভিন্ন পুরসভাকে। এমনকি আকৃষ্ট হতেইন বিদেশীরাও। কলকাতা পুরনিগমের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাজ অনুসরণ করতে চিনের প্রতিনিধিরা কয়েক বছর আগে এ শহরে এসেছিলেন। ডেঙ্গি নিয়ন্ত্রণের কাজে কলকাতা পুরসভার মতামত নিয়েছে বাংলাদেশ প্রশাসনও। এ বার কলকাতা পুরনিগমের প্রতিনিধিদল ঘুরে এলেন হুগলির চাঁপদানি পুরসভা থেকে।

জানা গিয়েছে, কলকাতা পুরনিগমের আধিকারিকেরা চাঁপদানিতে গিয়ে নিকাশির জল শোধনের যন্ত্র দেখে এসেছেন। সেই প্রতিনিধি দলে ছিলেন পুরনিগমের কমিশনার বিনোদ কুমার-সহ পদস্থ পুরকর্তারা। পুরনিগমের নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিংহ এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘কলকাতা পুরনিগম আগামী দিনে নিকাশির জল শোধন করে গাছ, রাস্তা ধোয়ার কাজে ব্যবহার করতে চায়। চাঁপদানি পুরসভা গঙ্গা সংলগ্ন এলাকায় নিকাশির জল পরিশোধনে আধুনিক যন্ত্র বসিয়েছে। ওই যন্ত্র দেখে এসেছি। সেটি সম্পর্কে বিস্তারিত জানতেও চেয়েছি।’ অন্যদিকে চাঁপদানি পুরসভার পুরপ্রধান সুরেশ মিশ্র জানিয়েছেন, ‘পলতা ঘাটের পাশের হাইড্রেন মারফত নোংরা জল সরাসরি গঙ্গায় পড়ত। বহু বছর ধরে পরিকল্পনা ছিল, ওই নোংরা জল আমরা পরিশোধন করব। প্রায় ২২ লক্ষ টাকা খরচে মাস চারেক আগে ওই যন্ত্র বসানো হয়েছে। পরীক্ষামূলক ভাবে সেটি কাজ করছে। আগামী দিনে আরও যন্ত্র বসানোর পরিকল্পনা আছে।’

চাঁপদানি পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশকর্মী সুভাষ দত্ত। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘চাঁপদানিকে দেখে হুগলি তথা গঙ্গা লাগোয়া বিভিন্ন পুরসভা শিখুক। গঙ্গাদূষণের অন্যতম কারণই হল, বিভিন্ন পুর এলাকার নিকাশির জল সরাসরি গঙ্গায় পড়ে। ওই সব পুরসভা চাঁপদানির মতো নিকাশি পরিশোধন যন্ত্র বসালে গঙ্গাদূষণ ঠেকানো সম্ভব।’ উল্লেখ্য কয়েক দশক ধরে কেন্দ্রের একাধিক প্রকল্প এসেছে গিয়েছে গঙ্গা দূষণ ঠেকানোর জন্য। কিন্তু কিবা উত্তরপ্রদেশ, কিবা বিহার, কাজের কাজ কিছুই হয়নি। এরাজ্যেও গঙ্গার তীরবর্তী শহরগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বার বার শহরের দূষিত জল সরাসরি গঙ্গায় ফেলা নিয়ে। তবে চাঁপদানি যা করে দেখাতে পেরেছে তা অবশ্যই অনুকরণীয়, অনুসরণীয়। দেখার বিষয় কলকাতায় এবার কী হয়।

Tags :
bengalChnapdani Municipality.Hooghly District.KmcKolkata
Next Article