For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ঘূর্ণিঝড় মিচাউংয়ের বলি ৮, ফের চালু চেন্নাই বিমানবন্দর

10:10 AM Dec 05, 2023 IST | Ayantika Saha
ঘূর্ণিঝড় মিচাউংয়ের বলি ৮  ফের চালু চেন্নাই বিমানবন্দর
Curtesy; Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ভয়ঙ্কর আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় মিচাউং। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে এই ঘূর্ণিঝড় বড়সড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা। গত ২৪ ঘন্টা থেকেই উভয় রাজ্যেই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যেই চেন্নাইয়ে আটজনের মৃত্যু হয়েছে এবং রাস্তাগুলি জলমগ্ন। বিচ্ছিন্ন করা হয়েছে বৈদ্যুতিক সংযোগ।

Advertisement

সাইক্লোন মিচাউং-র গতিবিধির বেশ কিছু আপডেট দেওয়া হল:

Advertisement

  • পুনরায় চালু করা হয়েছে চেন্নাই বিমানবন্দর। ঘূর্ণিঝড় মিচাউং-র প্রভাবে হওয়া বৃষ্টিপাতে জল মগ্ন হয়েছিল চেন্নাই বিমানবন্দর। সোমবার বন্ধ করে দেওয়া হয়েছিল বিমান পরিষেবা। তবে বিমানবন্দর আজ জানিয়েছে যে সমস্ত পরিষেবা পুনরায় শুরু হয়েছে।
  • ঘূর্ণিঝড় মিচাউং আজ সকাল ১১টায় ল্যান্ডফল করবে। বর্তমানে বঙ্গোপসাগরের পশ্চিম উপকূল, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে ঘূর্ণিঝড় মিচাউং। সকাল ১১টায় নেল্লোর ও মাচিলিপত্তনমের মধ্যে দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
  • সোমবার সকাল থেকে চেন্নাইয়ে বৃষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে আটজনের। রাজধানীর বেসান্ত নগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন এবং গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
  • আইএমডি প্রধান বলেছেন, ঘূর্ণিঝড় মিচাউং ৬ ডিসেম্বর পর্যন্ত তীব্র থাকবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় মিচাউং ব্যাপক আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
  • সাইক্লোন মিচাউং-র মোকাবেলায় প্রস্তুত ভারতীয় রেল। ঘূর্ণিঝড় 'মিচাউং'-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় সুষ্ঠু ও নিরাপদ রেল চলাচল নিশ্চিত ও পরিচালনার জন্য ভারতীয় রেল তার পুরো যন্ত্রপাতি ব্যাপকভাবে প্রস্তুত করেছে।
  • দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতির অংশ হিসাবে ভারতীয় রেল বিভাগ / সদর দফতর স্তরে একটি জরুরি নিয়ন্ত্রণ সেল স্থাপন করেছে, যার মধ্যে অপারেটিং, বাণিজ্যিক, ইঞ্জিনিয়ারিং, বৈদ্যুতিক, সিগন্যাল / টেলিযোগাযোগ, সুরক্ষা ইত্যাদি শাখার কর্মকর্তারা পর্যবেক্ষণ এবং ট্রেন পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
  • ঘূর্ণিঝড় মিচাউং-র প্রভাবে তামিলনাড়ুর ১০ টি জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। চেন্নাই আবহাওয়া কেন্দ্র মঙ্গলবার সকালে তামিলনাড়ুর দশটি জেলায় মাঝারি বৃষ্টিপাত, হালকা বজ্রপাত এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে।
  • চেন্নাইয়ের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। সোমবার সকাল থেকে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, যা ২০১৫ সালের ডিসেম্বরের স্মৃতি জাগিয়ে তোলে যখন ভয়াবহ বন্যায় প্রায় ২৯০ জন মারা গিয়েছিল।
  • অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মিচং। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি কর্মকর্তাদের ত্রাণ ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।
Advertisement
Tags :
Advertisement