OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে মুখ্যমন্ত্রী, সঙ্গে ফিরহাদ হাকিম

রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ফিরহাদ হাকিম। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতেই মুখ্যমন্ত্রীর রাজভবনে আসা বলে জানা গিয়েছে।
05:31 PM Dec 04, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সোম সন্ধ্যায় রাজভবনে(Raj Bhawan) পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সঙ্গে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতেই মুখ্যমন্ত্রীর রাজভবনে আসা বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রীর এক ভাইপোর বিয়ে। সেই বিয়েতে বরকর্তা আবার ফিরহাদ হাকিম। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এদিনই উত্তরবঙ্গ চলে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। বুধবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী রাজভবনে চলে এসেছেন রাজ্যপালকে সেই বিয়ের অনুষ্ঠানে সপরিবারে নিমন্ত্রণ করতে। অন্তত সূত্রে তেমনটাই জানা গিয়েছে। তবে এই সাক্ষাতে দুটি বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে নবান্ন সূত্র থেকে জানা গিয়েছে। এক, রাজভবনে আটকে থাকা বিলগুলি নিয়ে এবং দুই, সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জট কাটানোর বিষয়টি নিয়ে।

রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ইস্যুতে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Anand Bose) সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার শুনানি পিছোতে চাইলেও সুপ্রিম কোর্ট তা অনুমোদন করেনি। উল্টে দেশের শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, এক সপ্তাহের মধ্যে উপাচার্য নিয়োগের সার্চ কমিটি গঠন করতে হবে। সার্চ কমিটির সদস্য কারা হবেন তার তালিকা তৈরি করার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। সূত্রের দাবি, এদিন সেই কমিটির গঠন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের আলোচনা হতে পারে। একই সঙ্গে রাজভবনে আটকে থাকা ‘The West Bengal (Prevention of Lynching) Bill-2019’, ‘The Howrah Municipal Corporation (Amendment) Bill-2021’ এবং ‘The West Bengal Taxation Tribunal (Amendment) Bill-2022’ নিয়েও আলোচনা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। বিশেষ করে হাওড়া শহরের পুরনির্বাচন সংক্রান্ত বিলটি নিয়ে এদিন আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tags :
Abhishek BanerjeeC V Anand BoseFirhad HakimMamata BanerjeeRaj Bhawan
Next Article